বিজ্ঞাপন

স্ত্রীর জন্য পদ থেকে সরে দাঁড়ালেন স্ট্রস

May 24, 2018 | 2:43 pm

সারাবাংলা ডেস্ক ।।

বিজ্ঞাপন

গত ডিসেম্বরে অ্যাশেজ চলাকালীন সময়ে স্ত্রীর ক্যান্সার ধরা পড়ার খবর শুনে দেশে ফিরে যান ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ডিরেক্টর অ্যান্ড্রু স্ট্রস। ক্যান্সার আক্রান্ত স্ত্রীর কথা মাথায় রেখে এবার দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন তিনি। গত ডিসেম্বরে স্ত্রী রুথের ক্যান্সার ধরা পড়ার পর নতুন ধাপে চিকিৎসার জন্যেই এমন সিদ্ধান্ত নেন স্ট্রস।

৪১ বছর বয়সী ইংল্যান্ডের সাবেক এই অধিনায়ক জানিয়েছেন, তিন মাসের জন্য এই দায়িত্ব থেকে সরে এসেছেন তিনি। তবে এই সময়ে তার জায়গায় দায়িত্ব পালন করবেন ইংল্যান্ডের সাবেক কোচ অ্যান্ডি ফ্লাওয়ার।

ফ্লাওয়ারকে দায়িত্ব দেয়ার কথা নিজেই জানিয়েছেন স্ট্রস, ‘আমি বাইরে থাকাকালীন সময়ে সে (ফ্লাওয়ার) শক্ত হাতে দায়িত্ব পালন করবে।’

বিজ্ঞাপন

ইংল্যান্ডের সাবেক এই অধিনায়ক ২০১৫ সালের মে মাসে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের ডিরেক্টর হিসেবে দায়িত্ব শুরু করেন। গত ডিসেম্বরে অস্ট্রেলিয়ায় অ্যাশেজ চলাকালীন সময়ে স্ত্রীর ক্যান্সার ধরা পড়ার খবর শুনে দ্রুত দেশে ফেরেন স্ট্রস। এবার স্ত্রীর জন্য দলের দায়িত্ব থেকে বিরতি নিতে হচ্ছে তাকে, ‘স্ত্রী ও পরিবারের দিকে খেয়াল রাখতে আমাকে দায়িত্ব থেকে কিছুদিনের জন্য বাইরে থাকতে হচ্ছে।’

২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত ইংল্যান্ড ক্রিকেট দলের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে ছিলেন ফ্লাওয়ার এবং বর্তমানে আছেন ইংল্যান্ড লায়ন্সের কোচ হিসেবে।

এই গ্রীষ্মে পাকিস্তান ও ভারতের বিপক্ষে টেস্ট, স্বল্প ওভারের ম্যাচ ছাড়াও অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচ ওয়ানডে ও একটি টি-টুয়েন্টি ম্যাচ খেলবে ইংলিশরা। তবে এই সময়ে ফ্লাওয়ার দায়িত্ব নিলেও দলের পরিকল্পনাগুলো ঠিকভাবেই চলবে বলে মনে করছেন স্ট্রস, ‘আগামী ১২মাসে আমাদের বেশকিছু পরিকল্পনা আছে, তবে আমার অবর্তমানে সেসব পরিকল্পনার কোনো পরিবর্তন হবে না।’

বিজ্ঞাপন

 

সারাবাংলা/এসএন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন