এটি জনগণের জন্য বাজেট না: প্রগতিশীল ন্যাপ
৯ জুন ২০২২ ২১:২৪
ঢাকা: সরকারের ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে লুটপাটের বাজেট বলে অবিহিত করছেন প্রগতিশীল ন্যাপের আহ্বায়ক পরশ ভাসানী।
বৃহস্পতিবার (৯ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন, ‘দেশের প্রকৃত অর্থনৈতিক সমস্যা থেকে জনগণের মনোযোগ সরানোর জন্য বাজেটে চটকদার বাড়তি কিছু যুক্ত করা হয়েছে মাত্র। এই বাজেটে ক্রমবর্ধমান অর্থনৈতিক বৈষম্য, দারিদ্র্য ও বেকারত্বের মতো গুরুতর সমস্যা মোকাবিলার কোনো উদ্যোগ নেই।’
আরও পড়ুন-
- শিক্ষায় বরাদ্দ বাড়ছে
- দাম কমবে যেসব পণ্যের
- দাম বাড়বে যেসব পণ্যের
- সোনার দাম কমাচ্ছে সরকার
- বাড়বে বিলাসবহুল গাড়ির দাম
- সোলার প্যানেলের দাম বাড়বে
- করমুক্ত আয় থাকছে ৩ লাখ টাকাই
- দাম বাড়বে দেশি-বিদেশি মোবাইলের
- তথ্য ও সংস্কৃতিতে বরাদ্দ অল্পই বেড়েছে
- ট্রেনের প্রথম শ্রেণির টিকিটের ভাড়া বাড়ছে
- প্রবাসী আয়ে প্রণোদনা আড়াই শতাংশই থাকছে
- কোম্পানির করপোরেট কর আড়াই শতাংশ কমছে
- দেশের বাজারে ল্যাপটপ-কম্পিউটারের দাম বাড়বে
- দ্বিগুণের বেশি বরাদ্দ পাচ্ছে গরিব-মেধাবী শিক্ষার্থীরা
- স্বাস্থ্যখাতে ৪ হাজার ১৩২ কোটি টাকা বাড়ানোর প্রস্তাব
তিনি আরও বলেন, ‘অর্থনীতির সকল সূচকই নির্দেশ করে যে, অর্থনীতিতে শীঘ্রই নিকট অতীতের সামষ্টিক অর্থনৈতিক অব্যবস্থাপনার নেতিবাচক প্রভাব আসন্ন। এই বাজেটে যে দেশের অর্থনীতি সত্যিকারের বিপদে আছে তা প্রকাশ পেয়েছে।’
আরও পড়ুন-
- লিফটের দাম বাড়বে
- বিদেশি পাখির দাম বাড়বে
- মূল্যস্ফীতির লক্ষ্য ৬ এর নিচে
- সার্বজনীন পেনশন চালুর ঘোষণা
- নন-কটন রফতানিতে প্রণোদনা চাই
- জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য সাড়ে ৭ শতাংশ
- বৃহস্পতিবার বাজেট পেশ— একটি রেওয়াজ
- রাজস্ব আহরণে আরও বেশি জোর দিতে হবে
- কৃষিখাত ৩৩ হাজার ৬৯৮ কোটি টাকা বরাদ্দ
- ময়দা আমদানিতে কমছে শুল্ক, কমতে পারে দাম
- বাজেটে শিল্প কারখানার দিকে বেশি নজর দিতে হবে
- প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের মানুষদের চাকরি দিলে কর ছাড়
- ব্যাংকে ৫ কোটি টাকার বেশি থাকলে কাটা ৫০ হাজার টাকা
- নিয়ন্ত্রণে রাখতে হবে মূল্যস্ফীতি, ঠান্ডা রাখতে হবে ডলারের বাজার
- সফটওয়্যার ও আইটিএস খাতে ২০৩০ সাল পর্যন্ত কর অব্যাহতি রাখতে হবে
তিনি আরও বলেন, ‘এটি জনগণের বাজেট না। এটি একটি অদূরদর্শী ও দুর্বলভাবে প্রণীত বাজেট যেখানে দেশের প্রকৃত সমস্যা মোকাবিলার কোনো চেষ্টা নেই। বর্তমান দেশকে যারা লুটেপুটে খাচ্ছে ও যারা অবৈধভাবে অর্জিত অর্থ বিদেশে পাচার করছে বাজেট তাদের সুবিধার জন্য তৈরি করা হয়েছে। বাজেট যারা প্রণয়ন করেছে তাদের এ দেশের ভবিষ্যত নিয়ে কোনো চিন্তা নেই। এ বাজেট জনগণ প্রত্যাখ্যান করবে।’
আরও পড়ুন-
- একনজরে ২০২২-২৩ অর্থবছরের বাজেট
- সংসদে অর্থমন্ত্রী, হাতে বাজেটের ব্রিফকেস
- কোন সরকার ও অর্থমন্ত্রী কয়টি বাজেট দিয়েছেন
- বাজেটে অর্থনৈতিক পুনরুদ্ধারকে প্রাধান্য দিতে হবে
- বাজেট বক্তৃতায় ‘ফিনিক্স পাখি’র গল্প শোনালেন অর্থমন্ত্রী
- ৭৮৬ কোটি থেকে ৬ লাখ ৭৮ হাজার কোটি টাকার বাজেট
- মন্ত্রিসভায় ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন
- কর দিলে বৈধ হবে পাচার করা টাকা, কেউ প্রশ্ন তুলতে পারবেন না
- রেকর্ড ঘাটতি নিয়ে আসছে ৬ লাখ ৭৮ কোটি টাকার বিশাল বাজেট
সারাবাংলা/একে