Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এটি জনগণের জন্য বাজেট না: প্রগতিশীল ন্যাপ

সারাবাংলা ডেস্ক
৯ জুন ২০২২ ২১:২৪

ঢাকা: সরকারের ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে লুটপাটের বাজেট বলে অবিহিত করছেন প্রগতিশীল ন্যাপের আহ্বায়ক পরশ ভাসানী।

বৃহস্পতিবার (৯ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন, ‘দেশের প্রকৃত অর্থনৈতিক সমস্যা থেকে জনগণের মনোযোগ সরানোর জন্য বাজেটে চটকদার বাড়তি কিছু যুক্ত করা হয়েছে মাত্র। এই বাজেটে ক্রমবর্ধমান অর্থনৈতিক বৈষম্য, দারিদ্র্য ও বেকারত্বের মতো গুরুতর সমস্যা মোকাবিলার কোনো উদ্যোগ নেই।’

বিজ্ঞাপন

আরও পড়ুন-

তিনি আরও বলেন, ‘অর্থনীতির সকল সূচকই নির্দেশ করে যে, অর্থনীতিতে শীঘ্রই নিকট অতীতের সামষ্টিক অর্থনৈতিক অব্যবস্থাপনার নেতিবাচক প্রভাব আসন্ন। এই বাজেটে যে দেশের অর্থনীতি সত্যিকারের বিপদে আছে তা প্রকাশ পেয়েছে।’

আরও পড়ুন-

তিনি আরও বলেন, ‘এটি জনগণের বাজেট না। এটি একটি অদূরদর্শী ও দুর্বলভাবে প্রণীত বাজেট যেখানে দেশের প্রকৃত সমস্যা মোকাবিলার কোনো চেষ্টা নেই। বর্তমান দেশকে যারা লুটেপুটে খাচ্ছে ও যারা অবৈধভাবে অর্জিত অর্থ বিদেশে পাচার করছে বাজেট তাদের সুবিধার জন্য তৈরি করা হয়েছে। বাজেট যারা প্রণয়ন করেছে তাদের এ দেশের ভবিষ্যত নিয়ে কোনো চিন্তা নেই। এ বাজেট জনগণ প্রত্যাখ্যান করবে।’

বিজ্ঞাপন

আরও পড়ুন-

সারাবাংলা/একে

জাতীয় বাজেট ন্যাপ বাজেট

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর