বিজ্ঞাপন

তারেকের টেবিলে ৩০০ প্রার্থীর তালিকার খবর বানোয়াট : রিজভী

July 6, 2018 | 1:47 pm

‖। স্টাফ করেসপনডেন্ট ‖।

বিজ্ঞাপন

ঢাকা: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান (ভারপ্রাপ্ত চেয়ারম্যান) তারেক রহমানের টেবিলে ৩০০ প্রার্থীর তালিকার পাঠানোর খবর বানোয়াট ও ভিত্তিহীন বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (৬ জুলাই) সকালে দলটির নয়া পল্টন কার্যালয়ে একটি জাতীয় দৈনিকে ‘তারেকের টেবিলে বিএনপির ৩০০ আসনের প্রার্থী তালিকা’ শীর্ষক সংবাদের সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব এ কথা বলেন।

রিজভী বলেন, ‘সরকারের হাস্যকর বানোয়াট, ভিত্তিহীন, মনগড়া কথা লিখেছে পত্রিকা। ওই তালিকায় জীবিত ও মৃত মিলে ৩০০ জন প্রার্থীর নাম প্রকাশ করা হয়েছে।’

বিজ্ঞাপন

বিএনপির এ নেতা বলেন, ‘পত্রিকাটি কোন টেলিস্কোপের মাধ্যমে সূদুর লন্ডনে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের টেবিলে ৩০০ আসনের প্রার্থী তালিকার সন্ধান পেয়েছে ? নতুন আবিষ্কৃত দুরবীক্ষণ যন্ত্রটির নাম জনসমক্ষে জানালে প্রখ্যাত জ্যেতির্বিজ্ঞানী হাভেল এর নামের সঙ্গে পত্রিকাটির প্রতিবেদকদের নামও মহাবিজ্ঞানী হিসেবে ইতিহাসের পাতায় লেখা থাকবে এবং বহু আন্তর্জাতিক খ্যাতিও মিলবে।’

এ সময় রিজভী বলেন, ‘পত্রিকায় প্রকাশিত ওই প্রতিবেদনে কয়েক বছর আগে বিএনপি’র মৃত কয়েকজন সাবেক সংসদ সদস্যদের নামও আগামী জাতীয় নির্বাচনের জন্য মনোনীত প্রার্থী হিসেবে উল্লেখ করা হয়েছে।’

নাম উল্লেখ করে রিজভী বলেন, ‘যেমন সদ্য প্রয়াত জয়পুরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য মোজাহার আলী প্রধান, কুমিল্লা-৭ আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী মরহুম খোরশেদ আলম, চাঁদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য আলমগীর হায়দার খান, রাজশাহী-৬ আসনে মরহুম আজিজুর রহমান প্রমুখের নাম রয়েছে ওই তালিকায়।’

বিজ্ঞাপন

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বিএনপির পূর্বঘোষিত কর্মসূচি ঢাকা মহানগরীতে বিক্ষোভ সমাবেশের অনুমতি না দেওয়ায় রোববার (৮ জুলাই) রাজধানীর সব থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করার ঘোষণাও দেন বিএনপির এ নেতা।

এছাড়াও পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামী ৯ তারিখে মহানগর নাট্যমঞ্চ অথবা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে অনশন কর্মসূচি যথারীতি পালন করা হবে বলেও সাংবাদিকদের জানায় রিজভী।

সারাবাংলা/এসও/একে

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন