বিজ্ঞাপন

সরকার হৃদয়হীন, পাষাণ: মান্না

October 8, 2018 | 1:22 pm

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

বিজ্ঞাপন

ঢাকা: গত ৪৮ বছরে বর্তমান সরকারের মতো এমন নির্যাতনকারী সরকার বাংলাদেশে আসেনি মন্তব্য করে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, সরকার হৃদয়হীন, পাষাণ। তারা জনগণের দাবি মেনে নেবে না। কিন্তু আমরা সরকারকে আমাদের ন্যায্য দাবি মেনে নিতে বাধ্য করব।

তিনি বলেন, ‘সময় কম। এর মধ্যে যদি নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করে তবে আমরা তা গ্রহণ করেই আন্দোলন চালিয়ে যাব। ৫ জানুয়ারির মতো এবার ওয়াকওভার দেওয়া হবে না।’

সোমবার (৮অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সোনার বাংলা পার্টি ও বাংলাদেশ জনদলের আনুষ্ঠানিকভাবে যুক্তফ্রন্টে যোগদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

বর্তমান সরকারের অধীনে অংশগ্রহণমূলক নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় উল্লেখ করে মান্না বলেন, ‘৫ জানুয়ারি দেশে নির্বাচনের নামে যে প্রহসন, অন্যায় ও অবৈধ কাজ কারবার হয়েছিল রকিব কমিশন তাকে বৈধতা দেয়। বর্তমান নির্বাচন কমিশনও একই পথে হাঁটছে। তারা অতীত থেকে শিক্ষা নেয়নি। তারা সুষ্ঠু নির্বাচনের পথে নেই।’

বর্তমান সরকার মানুষের সব গণতান্ত্রিক অধিকার হরণ করে নিজেদের জয়গান করানোর সব আয়োজন করছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘উন্নয়ন মেলার নামে দেশের মানুষকে সরকার বোকা বানানোর চেষ্টা করছে। অথচ দেশে সাড়ে চার কোটি বেকার। ধনীরা আরও ধনী আর গরিব আরও গরিব হচ্ছে।’

যুক্তফ্রন্ট কেবল নির্বাচনকে কেন্দ্র করে গঠিত হয়নি মন্তব্য করে মান্না বলেন, ‘আমাদের লক্ষ্য শোষণমুক্ত, দুর্নীতিমুক্ত দেশ গড়া। দেশের মানুষ আমাদের ওপর আস্থা আনছে, এ সংগ্রাম চলবেই।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এমএস/একে

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন