বিজ্ঞাপন

টি-টোয়েন্টি স্কোয়াডে বেন স্টোকস

January 8, 2018 | 2:34 pm

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

ব্রিস্টলের নাইট ক্লাবের বাইরে অহেতুক মারামারিতে জড়ানোর কারণে ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার বেন স্টোকসকে কম ঝামেলা পোহাতে হয়নি। তবে, আবারো জাতীয় দলের স্কোয়াডে ডাক পড়েছে স্টোকসের। ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের দলে জায়গা পেয়েছেন এই অলরাউন্ডার।

পুলিশি ঝামেলা থাকায় চলমান অ্যাশেজ সিরিজ থেকে স্টোকসকে বাইরে রাখা হয়েছিল। রাখা হয়েছিল ওয়ানডে স্কোয়াডে। ইংল্যান্ড পুলিশের তদন্তে যে কোনো মুহূর্তেই তাকে হাজিরা দিতে হবে। একারণে ওয়ানডে স্কোয়াড থেকেও তাকে সরিয়ে দেওয়া হয়। তার জায়গায় সুযোগ পান ডেভিড মালান।

এর আগে মামলার তদন্ত কিছুটা হালকা হওয়ায় স্টোকসকে নিউজিল্যান্ডের ঘরোয়া টুর্নামেন্টে খেলার অনুমতি দেওয়া হয়েছিল। আইপিএলে খেলতে তাকে অনুমতিও দেওয়া হয়েছে। এবার টি-টোয়েন্টি সিরিজের দলে ডাক পড়লো স্টোকসের। শর্ত সেই একটাই, মাঠে নামার অনুমতি পেতে হলে তদন্তনাধীন মামলার সুরাহা হতে হবে।

বিজ্ঞাপন

স্টোকস ফিরলেও স্কোয়াডে নেই স্পিন অলরাউন্ডার মঈন আলি। টেস্ট দলপতি জো রুট জায়গা করে নিলেও জায়গা পাননি জনি বেয়ারস্টো।

ইংল্যান্ডের টি-টোয়েন্টি দল: ইয়ন মরগান (অধিনায়ক), স্যাম বিলিংস, জস বাটলার, টম কুরান, লিয়াম ডসন, অ্যালেক্স হেলস, ক্রিস জর্ডান, ডেভিড মালান, লিয়াম প্লাংকেট, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, জেমস ভিন্স, ডেভিড উইলি, মার্ক উড।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন