বিজ্ঞাপন

জেলে যাচ্ছেন ট্রাম্প শিবিরের সাবেক উপদেষ্টা

November 26, 2018 | 4:44 pm

।।আন্তর্জাতিক ডেস্ক।।

বিজ্ঞাপন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচারণা শিবিরের সাবেক উপদেষ্টা জর্জ পাপাডোপৌলসকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন দেশটির একজন ফেডারেল বিচারক।  পাপাডোপৌলস তার কারাদণ্ড বাতিল করে জামিনের জন্য শেষ মুহূর্তে আদালতে আবেদন করেছিলেন। ওই আবেদন প্রত্যাখ্যান করে তাকে ১৪ দিনের কারাদণ্ড দিয়েছেন ইউএস ডিসট্রিক্ট কোর্টের বিচারক র‍্যান্ডলফ মস। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

মসের রায় অনুসারে, সোমবার (২৬ নভেম্বর) থেকে ১৪ দিনের কারাদণ্ড শুরু হবে পাপাডোপৌলসের। তিনি তার রায়ে লিখেন, আদালত এই সিদ্ধান্তের উপনীত হয়েছে যে, পাপাডোপৌলসের জামিন আবেদন আমলযোগ্য নয়। এই কারণে তার জামিন অব্যাহত রাখার ও আত্মসমর্পণের তারিখ পেছানোর আবেদন বাতিল করা হলো।

প্রসঙ্গত, ২০১৬ মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্ত বিষয়ে ফেডারেল এজেন্টদের কাছে মিথ্যা বলার কথা স্বীকার করেন পাপাডোপৌলস। দোষ স্বীকার করায় তাকে দুই সপ্তাহের কারাদণ্ড, ২০০ ঘণ্টা কমিউনিটি সেবা ও ৯৫০০ ডলার জরিমানা করেন আদালত। পাশাপাশি ১৪ দিনের কারাদণ্ড শেষে এক বছর তাকে নজরদারীর আওতায় থাকার রায়ও দেন আদালত।

বিজ্ঞাপন

উল্লেখ্য, পাপাডোপৌলস গত বছরের অক্টোবরে নিজের দোষ স্বীকার করেন।

সারাবাংলা/ আরএ

বিজ্ঞাপন

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন