বিজ্ঞাপন

নাইজেরিয়ায় বোকো হারামের হামলায় মৃত ৬০: অ্যামনেস্টি

February 2, 2019 | 6:12 pm

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

বিজ্ঞাপন

নাইজেরিয়ায় জঙ্গি গোষ্ঠী বোকো হারামের হামলায় অন্তত ৬০ জনের মৃত্যু হয়েছে। গত সোমবার (২৮ জানুয়ারি) দেশটির রান শহরে এই হামলা চালানো হয়। মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বরাত দিয়ে এ খবর দিয়েছে আল জাজিরা।

অ্যামনেস্টির নাইজেরিয়া পরিচালক ওসাই ওজিঘো এক বিবৃতিতে বলেন, বাস্তুচ্যুত বেসামরিক নাগরিকদের ওপর এই হামলা যুদ্ধাপরাধের সমান। এই হামলার পেছনে জড়িতদের ন্যায় বিচারের আওতায় আনতে হবে।

তিনি বলেন, প্রত্যক্ষদর্শীরা আমাদের বলেছেন যে, নাইজেরিয় সেনারা হামলার আগের দিন তাদের পোস্ট ত্যাগ করে চলে গেছে। এতে বেসামরিক নাগরিকদের রক্ষা করতে কর্তৃপক্ষের চরম ব্যর্থতা প্রকাশ পেয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, এই হামলার দুই সপ্তাহ আগেও রান শহরে হামলা চালিয়েছিল বোকো হারাম। এই হামলা ছিল নাইজেরিয়ায় তাদের পুনরুত্থানের আভাস। হামলায় নাইজেরিয় সেনাদের সরে যেতে বাধ্য করে তারা।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, ১৪ জানুয়ারির হামলার পর ক্যামেরুনের সেনাদের সঙ্গে নিয়ে সেখানে ফিরে গিয়েছিল নাইজেরিয়ায় সেনারা। কিন্তু ক্যামেরুনের সেনারা সরে গেলে, নাইজেরিয়ার সেনারাও সেখান থেকে সরে আসে।

সূত্র জানিয়েছে, নাইজেরিয়ার সেনাদের কাছে পর্যাপ্ত অস্ত্র না থাকায় ও সংখ্যায় কম হওয়ায় তারা সরে আসে।

বিজ্ঞাপন

সারাবাংলা/ আরএ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন