বিজ্ঞাপন

হ্যামিল্টনে বাংলাদেশের প্রতিরোধ: সৌম্যের প্রথম টেস্ট সেঞ্চুরি

March 3, 2019 | 6:09 am

।। স্পোর্টস ডেস্ক ।।

বিজ্ঞাপন

হ্যামিল্টনে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের চতুর্থ দিনের খেলায় টেস্ট ক্যারিয়ারে নিজের প্রথম সেঞ্চুরি করলেন সৌম্য সরকার।

নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে ৬ উইকেটে করা ৭১৫ রানের সংগ্রহের জবাব দিতে নেমে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে সংগ্রহ ৪ উইকেটে ৩১০ রান। বাংলাদেশ প্রথম ইনিংসে ২৩৪ রানে অলআউট হয়।

পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে মাহমুদুল্লাহ রিয়াদের সাথে ১৮8 রানের জুটি গড়েছেন সৌম্য সরকার। সৌম্য-মাহমুদুল্লাহর এই জুটিতে ছাড়িয়ে গেছে  নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের পঞ্চম উইকেট জুটির রেকর্ডও। এর আগে ২০০৮ সালে মেহরাব হোসেন জুনিয়র ও মুশফিকুর রহিমের ১৪৪ রানের জুটিই ছিলো দ্বিতীয় সর্বোচ্চ পার্টনারশিপ। ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের ৩৫৯ রানের পার্টনারশিপ এখনো  নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সেরা ৫ম উইকেট পার্টনারশিপ।

বিজ্ঞাপন

টিম সাউদির বলে সিঙ্গেল নিয়ে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করার পথে সৌম্য সরকার খেলেন ৯৪ বল। ১২ টি চার ও ৫ ছক্কাতে সেঞ্চুরি করা সৌম্য অংশীদার হলেন বাংলাদেশের পক্ষে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডেও। এর আগে তামিম ইকবাল ৯৪ বলে সেঞ্চুরি করেন। লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে ২০১০ সালে তামিম ইকবাল সেঞ্চুরি করেন ৯৪ বলে।

আগ্রাসী ধরণে ব্যাটিং করতে থাকা সৌম্যের সঙ্গে পার্টনারশিপ গড়ে খেলা মাহমুদুল্লাহ রিয়াদের মোট রান ৬৫।

সারাবাংলা/এসবি

বিজ্ঞাপন

 

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন