বিজ্ঞাপন

ত্যাগ, সংযম ও বৈচিত্র্যে সারাবিশ্বে পবিত্র রমজান

May 10, 2019 | 7:23 pm

আন্তর্জাতিক ডেস্ক

ধৈর্য ও সহিষ্ণুতার বার্তা নিয়ে দেশে দেশে পালিত হচ্ছে মুসলিমদের পবিত্র রমজান মাস। রোজা’য় কোনো কোনো দেশে উপবাসের  সময় অপেক্ষাকৃত কম, কোথাও আবার বেশি। যেমন, আর্জেন্টিনায় রোজার সময় ১১ ঘণ্টা হলেও স্ক্যান্ডিনেভিয়া দেশগুলোতে সময় ২০ ঘণ্টারও বেশি। রাশিয়ার মারমানস্কে এবার  ২১ ঘণ্টা রোজা রাখতে হচ্ছে ধর্মপ্রাণ মুসল্লিদের! এছাড়া,  শত প্রতিকূলতার মধ্যেও সিয়াম সাধনা করছে যুদ্ধ-বিধ্বস্ত ফিলিস্তিন, সিরিয়া, আফগানিস্তানের মতো দেশগুলোর নাগরিকরা। আল-জাজিরা’র ছবিতে তেমন কিছু গল্প সাজিয়ে এবারের আয়োজন।

বিজ্ঞাপন

মিসরের কায়রোতে খেজুর দোকান। 

ইফতারের পূর্ব-মুহূর্তে প্রার্থনা করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। তুরস্কের ইস্তাম্বুল থেকে ছবিটি তোলা হয়েছে।

তারাবির নামাজ পড়া হচ্ছে পাকিস্তানের করাচিতে।

বিজ্ঞাপন

রমজান উপলক্ষে মজাদার বিস্কিট বানানো হচ্ছে ফ্যাক্টরিতে। আফগানিস্তান, কাবুল। 

সূর্যাস্তের পূর্বে নামাজ আদায় করছেন এক মুসল্লি। ছবিটি হাইতি থেকে তোলা। 

 রমজানে মসজিদে বিশ্রাম নিচ্ছেন এক নারী। ইন্দোনেশিয়া, বালি।

বিজ্ঞাপন

রমজানে ফিলিস্তিনের গাজায় সবজি বিক্রি।

 ইউক্রেনের কিয়েভের আল-রাহমা মসজিদে ইফতারের আয়োজন।

যুক্তরাষ্ট্রে ইফতারের আয়োজন। উলু মসজিদ, নিউ জার্সি।

সিঙ্গাপুরে ইফতার করছেন প্রবাসী বাংলাদেশিরা।

বিজ্ঞাপন

দীর্ঘ ১৪ ঘণ্টার রোজা পালন শেষে ফিলিপাইনে ইফতার করছে পরিবারটি।

সুলতান হাজি হাসনাল বলখাই মসজিদ। রমজান মাসে ব্রুনাই থেকে তোলা হয়েছে ছবিটি।

বিভিন্ন দেশে রমজানের সময়ঘণ্টা প্রকাশ করেছে গালফ নিউজ।

 

 

সারাবাংলা/ এনএইচ

 

 

 

 

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন