বিজ্ঞাপন

ইরাক বলছে, আটক ট্যাংকারটি তাদের না

August 5, 2019 | 3:14 pm

আন্তর্জাতিক ডেস্ক

পারস্য উপসাগরে তেল চোরাচালানের দায়ে আটককৃত ট্যাংকারটি ইরাকের বলে দাবি করেছিল ইরানের গণমাধ্যম। কিন্তু, সোমবার (৫ জুলাই) ইরাকের তেল  মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, তেলের ট্যাংকারটি তাদের নয়। স্থানীয় গণমাধ্যমের বরাতে এ খবর জানিয়েছে রয়টার্স।

বিজ্ঞাপন

এক বিবৃতিতে ইরাকের তেল মন্তণালয় জানিয়েছে, তারা বিদেশী বাজারে ডিজেল রপ্তানী করে না। তাদের বিরুদ্ধে আনা এই অভিযোগ সত্য নয়।

এর আগে, বুধবার (৩১ জুন) পারস্য উপসাগরে ইরান অধিকৃত ফার্সি দ্বীপের ভেতরে ৩০ কিলোমিটার পর্যন্ত ঢুকে যাওয়ার পর তেলের ট্যাংকারটি আটক করে ইসলামিক রেভ্যুলিউশন গার্ড কোর (আইআরজিসি)। এই ট্যাংকারটিতে ৪ হাজার ৪শ ব্যারেল তেল কোন ‘একটি আরব রাষ্ট্রে’ পরিবহন করা হচ্ছিল। ট্যাংকারটি আটক করে এখন ইরানের বন্দর নগরী বুশেহরে রাখা হয়েছে। আইআরজিসি জানিয়েছে, ট্যাংকারটিতে ৭ জন বিদেশী নাগরিক ছিল।

বিজ্ঞাপন

সারাবাংলা/একেএম

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন