বিজ্ঞাপন

পরিবেশ দূষণ: ৪ জাহাজ ভাঙা ও নির্মাণ কারখানাকে জরিমানা

October 2, 2019 | 7:57 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: পরিবেশ দূষণের অপরাধে তিনটি জাহাজ ভাঙা ও একটি জাহাজ নির্মাতা প্রতিষ্ঠানকে মোট ১২ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর।

বিজ্ঞাপন

বুধবার (২ অক্টোবর) পরিবেশ অধিদফতরের পরিচালক (চট্টগ্রাম অঞ্চল) মো. মোয়াজ্জেম হোসাইন প্রতিষ্ঠানগুলোকে বিভিন্ন অঙ্কের জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

প্রতিষ্ঠানগুলোর মধ্যে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় স্যাম স্টিল নামে একটি জাহাজ ভাঙার কারখানাকে ১০ লাখ টাকা, জিরি-সুবেদার স্টিল রি-রোলিং মিলকে ২ লাখ এবং এম এম স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেডকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মোয়াজ্জেম হোসাইন সারাবাংলাকে বলেন, ‘কারখানাগুলোতে পরিদর্শনে গিয়ে দূষণের প্রমাণ পাওয়া গেছে। তাদের শুনানিতে হাজির থাকতে বলা হয়েছিল। আজ (বুধবার) শুনানিতে হাজিরের পর বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৭ ধারা মোতাবেক জরিমানা করা হয়েছে। দূষণ রোধে কার্যকর পদক্ষেপ না নিলে আরও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/এমআই

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন