বিজ্ঞাপন

সংসদ অধিবেশন বসছে ৭ নভেম্বর

October 16, 2019 | 9:14 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: একাদশ জাতীয় সংসদের পঞ্চম অধিবেশন শুরু হচ্ছে ৭ নভেম্বর। বুধবার (১৬ অক্টোবর) বিকেলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।

বিজ্ঞাপন

এর আগে গত ১২ সেপ্টেম্বর একাদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শেষ হয়। সাংবিধানিক বাধ্যবাধকতায় এক অধিবেশন শেষের ৬০ কার্য দিবসের মধ্যে পরবর্তী অধিবেশন আহ্বান করতে হবে।

৭ নভেম্বর বিকেল সোয়া ৪টায় শুরু হবে সংসদ অধিবেশন। তার আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের সময়সীমা নির্ধারণ করা হবে।

এ দিকে অধিবেশনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে সংসদ সচিবালয়। এবারের অধিবেশনও দীর্ঘ হওয়ার সম্ভাবনা কম। কেননা বছরের শুরুতে অর্থাৎ জানুয়ারিতে শীতকালীন অধিবেশন শুরু হবে। তাই তার আগে স্বল্প সময়ের জন্য এই অধিবেশন। এই অধিবেশনে বেশ কিছু বিল রয়েছে তার মধ্যে কয়েকটি পাশ হবে, আবার কিছু নতুন বিল উত্থাপিত হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএইচএইচ/একে

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন