বিজ্ঞাপন

বুলবুলের তাণ্ডবে বাগেরহাটে ৪৪ হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত

November 12, 2019 | 1:34 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

বাগেরহাট: ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে বাগেরহাট জেলায় ৪৪ হাজার ৫৬৩টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে ১৮ দশমিক ৩৫ কিলোমিটার বেড়িবাঁধ, ৩৫ হাজার ৫২৯ হেক্টর ফসলি জমি ও সাত হাজার ২৩৪টি মাছের ঘের।

বিজ্ঞাপন

ক্ষতিগ্রস্ত ঘরবাড়ির মধ্যে ৩৫ হাজার ৭৭৫টি আংশিক এবং আট হাজার ৭৮৮টির সম্পূর্ণ ক্ষতি হয়েছে। ভেঙে পড়েছে অর্ধ-শতাধিক বিদ্যুতের খুঁটি, ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ লাইন।

রোববার (১০ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে জেলায় এসব ক্ষয়ক্ষতি হয় বলে জানিয়েছেন বাগেরহাটের জেলা প্রশাসক মামুনুর রশীদ।

ঝড়ে গাছ পড়ে জেলায় মোট দুইজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন- ফকিরহাট উপজেলার মাসুম শেখের স্ত্রী হিরা বেগম এবং রামপাল উপজেলার বাবুল শেখের মেয়ে সামিয়া খাতুন।

বিজ্ঞাপন

জেলা প্রশাসন জানিয়েছে, বিধ্বস্ত বাড়িঘর ও ক্ষয়ক্ষতির পরিমাণের ভিত্তিতে জেলার ৭৫টি ইউয়িনের মধ্যে ৬২টি ইউনিয়নকে দুর্যোগ কবলিত ইউনিয়ন হিসেবে ঘোষণা করা হয়েছে। এসব জেলার ১ লাখ ৩২ হাজার ৩০০ মানুষকে ক্ষতিগ্রস্ত হিসেবে বলা হয়েছে। মৃত দুইজনের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হয়েছে।

সারাবাংলা/এসএমএন

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন