বিজ্ঞাপন

গাজীপুরে ফ্যান কারখানার আগুনে ১০ জনের মৃত্যু, তদন্ত কমিটি

December 15, 2019 | 11:13 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

গাজীপু‌র: গাজীপু‌রের সদর উপ‌জেলায় ফ্যান তৈরির এক‌টি কারখানায় লাগা আগুনে ১০ জন মারা গেছেন। এ ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

বিজ্ঞাপন

রোববার (১৫ ডিসেম্বর) গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম সারাবাংলাকে এ তথ্য জানান।

তিনি বলেন, গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহীনুল ইসলামকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে কলকারখানা পরিদর্শকের একজন, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের একজন, জেলা পুলিশের একজন এবং ফায়ার সার্ভিসের একজন সদস্য রাখা হয়েছে। কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

গাজীপুর ফায়ার সা‌র্ভি‌সের উপ-সহকারী প‌রিচালক মো. মামুনুর র‌শিদ জানান, সন্ধ্যায় উপজেলার বা‌ড়িয়া ইউ‌নিয়‌নের কেশোরিতা এলাকায় লাক্সারি ফ্যান কারখানার তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। জয়‌দেবপুর ফায়ার সা‌র্ভি‌সের দু’টি ইউনিটের কর্মীরা এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বিজ্ঞাপন

এদিকে নিহত প্রত্যেকের পরিবারকে ৫০ হাজার টাকা করে দেওয়া ঘোষণা দিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান।

সারাবাংলা/এটি

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন