বিজ্ঞাপন

অস্ট্রেলিয়ায় দাবানল: ক্যানবেরায় জরুরি অবস্থা জারি

January 31, 2020 | 5:21 pm

আন্তর্জাতিক ডেস্ক

অস্ট্রেলিয়ার ক্যানবেরায় দাবানল ভয়াবহ রূপ ধারণ করায় দেশটির ক্যাপিটাল টেরিটরি (এসিটি) কর্তৃপক্ষ সেখানে জরুরি অবস্থা ঘোষণা করেছে। কর্মকর্তারা বলছেন, প্রায় দু’দশকের মধ্যে ওই অঞ্চলে এটা সবচেয়ে ভয়ংকর দাবানলের ঘটনা। খবর বিবিসির।

বিজ্ঞাপন

ক্যানবেরার দক্ষিণে সাড়ে আঠারো হাজার হেক্টরেরও বেশি এলাকা জুড়ে দাবানল ছড়িয়ে পড়েছে। ক্যানবেরা শহরতলী নিবাসীদের সেখান থেকে নিরাপদে সরে যাবার প্রস্তুতি নিয়ে রাখতে বলা হয়েছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) রাজধানী অঞ্চলের মুখ্যমন্ত্রী অ্যান্ড্রু বার গণমাধ্যমকে বলেন, ‘২০০৩ সালের ভয়াবহ আগুনের পর এটাই সবচেয়ে বড় দাবানলের ঘটনা। এসিটি সরকারের কাছে এই দাবানল নিয়ন্ত্রণই বড় অগ্রাধিকার।’

সিডনি ও মেলবোর্নের মধ্যবর্তী ছোট্ট এলাকাটিকে প্রায় ৪ লাখ নিবাসী রয়েছে। ২০০৩ সালে এ এলাকায় দাবানলের ঘটনায় ৪ জনের প্রাণহানি হয়েছিল। আহত হয়েছিলেন আরও ৫০০ জন; আর ক্ষতিগ্রস্ত হয় ৪৭০টি ঘরবাড়ি।

বিজ্ঞাপন

মুখ্যমন্ত্রী বার বলেন, তাপমাত্রা ৪০ ডিগ্রি পর্যন্ত বেড়ে গেছে, সেইসঙ্গে রয়েছে জোরাল বাতাস। এতে করে আগুনের তীব্রতা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

সারাবাংলা/এনএইচ

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন