বিজ্ঞাপন

‘কোভিড-১৯’ পরীক্ষা করাতে হবে ‘বিগ বস’ প্রতিযোগীদের

June 28, 2020 | 4:04 pm

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ভারতীয় টেলিভিশন ইন্ডাস্ট্রির সবচেয়ে জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিস বস’। অনুষ্ঠানটির টিআরপি বেশি হওয়ার অন্যতম কারণ সালমান খান। বর্তমানে শোটির ১৪তম আসর শুরুর অপেক্ষায়। ইতোমধ্যে নির্মাতারা প্রতিযোগীদের অনলাইনে অডিশন নেওয়া শুরু করেছে। আশা করা হচ্ছে আগামী অক্টোবর মাস থেকে এর প্রচার শুরু হবে।

বিজ্ঞাপন

একটি সূত্র বলছে, ‘বিগ বস’র এবারের আসরটির থিম হচ্ছে জঙ্গল এবং ব্রেক-আপ। ৩০জন প্রতিযোগীকে শর্টলিস্টেড করা হবে। এর মধ্যে হাউজে প্রবেশাধিকার পাবে ১৩ জন তারকা প্রতিযোগীসহ ১৬ জন।

তবে যখন মূল প্রতিযোগীতা শুরু হবে তখনও করোনাভাইরাসের প্রকোপ পুরোপুরি শেষ হয়ে যাবে না। তাই প্রতিযোগীতার এবারের আসরটিতে স্বাস্থ্যবিধি মেনে সকল প্রতিযোগীদের ‘কোভিড-১৯’ টেস্ট করাতে হবে। এছাড়া কেউ মূল প্রতিযোগীতায় অংশ নিতে পারবে না।

এটা করা হবে যেহেতু সকল প্রতিযোগী একটি বাড়িতেই থাকবেন, খাওয়া দাওয়া করবেন। তবে নির্মাতা প্রতিষ্ঠান থেকে এটা বলা হচ্ছে, তারা নিয়মিত বাড়িটি স্যানিটাইজ করবেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস/

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন