বিজ্ঞাপন

গতবার প্রশ্নফাঁস বড় আকারে হয়নি : শিক্ষা সচিব

March 29, 2018 | 12:06 pm

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

বিজ্ঞাপন

ঢাকা : গত বছর অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় প্রশ্নফাঁস বড় আকারে হয়নি বলে দাবি করেছেন শিক্ষা সচিব সোহরাব হোসাইন। তিনি বলেন, ২০ লাখ পরীক্ষার্থীর মধ্যে প্রশ্নফাঁসের কারণে ভুক্তভোগী হয়েছেন মাত্র ৫ হাজার শিক্ষার্থী। এটি বড় কোনো বিষয় নয়।

বৃহস্পতিবার লালমাটিয়া মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শিক্ষা সচিব এ কথা বলেন।

‘তবে এবার এইচএসসি পরীক্ষা নকল ও প্রশ্নফাঁস মুক্ত পরিবেশে অনুষ্ঠিত হওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয় যথেষ্ট প্রস্তুতি নিয়েছে। এরইমধ্যে আট বিভাগে আটজন অতিরিক্ত সচিব দায়িত্ব পালন করতে গেছেন। পরীক্ষায় যাতে প্রশ্নফাঁস না হয় তারা সেই বিষয়টি তদারকি করবেন’ বলেন শিক্ষা সচিব সোহরাব হোসাইন।

বিজ্ঞাপন

আগামী ২ এপ্রিল শুরু হবে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। এইচএসসির লিখিত পরীক্ষা শেষ হবে ১৫ মে।

সারাবাংলা/এমইউএস/একে

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন