বিজ্ঞাপন

বিএনপির লজ্জা-শরম কম : প্রধানমন্ত্রী

April 1, 2018 | 4:18 pm

।।সিনিয়র করেসপন্ডেন্ট।।

বিজ্ঞাপন

ঢাকা : বিএনপির রাজনৈতিক আদর্শে লজ্জা-শরম নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ৭৫’ এ আমার বাবা-মা’সহ পুরো পরিবার সদস্যকে ঘাতকেরা নির্মমভাবে হত্যা করেছে। জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনিদের দূতাবাসে চাকরি দিয়েছে। তার স্ত্রী খালেদা জিয়া ক্ষমতায় এসে যুদ্ধাপরাধী-রাজাকারদের মন্ত্রী বানিয়েছে, উপদেষ্টা বানিয়েছে। তাদের হাতে লাখো শহীদের রক্তরঞ্জিত পতাকা তুলে দিয়েছে। আমি বলব, ওদের লজ্জা-শরম কম।

চাঁদপুর জেলা স্টেডিয়াম মাঠে রোববার (১ এপ্রিল) আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন।

শেখ হাসিনা বলেন, ‘ওদের লজ্জা-শরম কম, কেন কম বলি? ওরা তো তো চায়নি বাংলাদেশ স্বাধীন হোক। তারা তো বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। জিয়া বলুন, এরশাদ বলুন আর খালেদা জিয়ার কথা ধরুন তারা কেউই দেশের উন্নয়ন করেনি। তারা (বিএনপি) ক্ষমতায় এসে দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে। বাংলাদেশের মানুষের মাথাকে তারা সারাবিশ্বের কাছে ছোট করেছে।’

বিজ্ঞাপন

আওয়ামী লীগ সরকারের উন্নয়নের কথা তুলে ধরে তিনি বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় এলে মানুষের ভাগ্যের উন্নয়ন হয়। আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে বলে বাংলাদেশ আজ বিশ্বের বুকে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। বিশ্বের দরবারে বাংলাদেশ এখন মাথা উচু করে দাঁড়িয়েছে।’

তিনি বলেন, ‘খালেদা জিয়ার বড় ছেলে ঘুষ খেয়েছে ধরা পড়েছে। কোথায় ধরা পড়েছে? আমেরিকার ফেডারেল কোর্টে ধরা পড়েছে, সিঙ্গাপুরে ধরা পড়েছে। আমরা সিঙ্গাপুর থেকে জনতার কিছু টাকা ফেরত এনেছি।’

‘বাংলাদেশে দেড়  কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছি, কল-কারখানা গড়ার ব্যবস্থা করেছি। বাংলাদেশে বিদ্যুতের জন্য হাহাকার ছিল। দেশের কোনো কোনো জায়গায় বিদ্যুতই যেত না। ৯৬ সালে ক্ষমতায় এসে দেখি বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন হয়েছে ১৬০০ মেগাওয়াট। এখন আমাদের দেশে বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ ১৬ হাজার মেগাওয়াট-’ বলেন শেখ হাসিনা।

বিজ্ঞাপন

শেখ হাসিনা তার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, ‘আজ বাংলাদেশ উন্নয়নের রোল মডেল, আজ বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে।’

আগামী জাতীয় নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমরা মুক্তিযুদ্ধ করে বিজয় অর্জন করেছি। আমরা বিজয়ী জাতি হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে চলব। মাথা নিচু করে না।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা চাই না আমার দেশের মানুষ ভিক্ষা করে চলুক। ভিক্ষুক জাতির কোনো ইজ্জত নাই। জাতির পিতা এ কথা বলে গেছেন, তাই আমরা প্রত্যেকটি জেলাকে ভিক্ষুকমুক্ত করার পরিকল্পনা নিয়েছি।’

তিনি আরও বলেন,  ‘প্রত্যেকটি মানুষ ভালোভাবে বাঁচবে। কারো কাছে হাত পেতে নয়। ঠিক তেমনিভাবে বাঙালি জাতি হিসেবে জাতির পিতার নেতৃত্বে আমরা মুক্তিযুদ্ধ করে বিজয় অর্জন করেছি, বিজয়ী জাতি হিসেবে আমরা বিশ্ব দরবারের মাথা উঁচু করে চলব। মাথা নিচু করে না। কারো কাছে হাত পেতে আমরা চলব না। সেই লক্ষ্য নিয়েই আমরা দেশকে পরিচালনা করে যাচ্ছি।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমাদের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়। বারবার হত্যার চেষ্টা করা হয়েছে। ২১ আগস্ট গ্রেনেড হামলা করে আমাকে হত্যার চেষ্টা করেছে। কিন্তু বারবার আঘাত দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু আল্লাহর রহমতে বেঁচে গেছি। আমার লক্ষ্য একটাই- এই বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ। সেই লক্ষ্য নিয়ে কাজ করছি। জাতির পিতা স্বাধীনতার পর যুদ্ধবিধস্ত দেশ গড়ে এই দেশকে স্বল্পোন্নত  দেশ করে গিয়েছিলেন। আর আজকে ৪৩ বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে উন্নীত হয়েছে বিশ্ব দরবারে। আমাদের মাথা উঁচু হয়েছে।’

১৯৭৫ সালের ১৫ আগস্ট নির্মম হত্যাকাণ্ডের ঘটনা স্মরণ করে ১৯৮১ সালে দেশে ফেরার কথা তুলে ধরেন শেখ হাসিনা। এ সময় তিনি ৭৫’র পর জিয়া সরকারের সমালোচনা করে বলেন, ‘যারা রাজাকার, আলবদর, আলশামস বাহিনী গড়ে তুলে ওই হানাদার বাহিনীর পা চাটা লেজুড়বৃত্তি করেছিল তাদেরকেই ৭৫’র পর ক্ষমতায় বসিয়েছিল। যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করে দিয়ে তাদেরকে মুক্ত করে দিয়ে প্রধানমন্ত্রী, উপদেষ্টা, মন্ত্রী বানিয়ে প্রতিষ্ঠিত করেছিল সামাজিক ও রাজনৈতিকভাবে। আর ইতিহাস বিকৃতি করেছিল।’

সকল শ্রেণি-পেশার মানুষকে জঙ্গিবাদ-সন্ত্রাস-মাদকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনাদের ছেলে-মেয়েরা কী করে কোথায় যায়, কার সঙ্গে মেশে দেখেন। তারা যেন মাদকাসক্তিতে আসক্ত না হয়। তারা যেন জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত না হয়। তারা যেন ভুল পথে চলে না যায়। মানুষ হত্যা করে কেউ বেহেশতে যেতে পারে না। নিরীহ মানুষ হত্যা করলে তাকে দোজখের আগুনে পুড়তে হয়। এটা আমাদের কোরআন শরীফের কথা। আমরা দেশে শান্তি চাই। ছেলে-মেয়েরা সুপথে চলবে। মানুষের মতো মানুষ হবে। আমরা সেটাই চাই।’

সরকারের বিভিন্ন পদক্ষেপগুলো তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগ জনগণের সেবক। আমরা যা যা ওয়াদা দিয়েছিলাম। প্রত্যেকটি ওয়াদা আমরা রক্ষা করেছি। পাশাপাশি তার থেকে বেশি কাজ করেছি। আমরা চাই এই দেশের উন্নয়ন। ওই হত্যাকাণ্ড খুন-খারাপি না। ২০১৪ সালের নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করেছিলাম বলেই আজকে উন্নয়নের ধারা অব্যাহত আছে। দেশের মানুষ উন্নয়নের সুফল দেখতে পাচ্ছেন। আপনারা উপলব্ধি করছেন।’

‘আমরা এ উন্নয়নের ধারাটা অব্যাহত রেখে ২০২১ সালে আমাদের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করব এবং ২০২০ সালে জাতির পিতার জন্মশতবার্ষিকী পালন করব। কারণ, আমরা চাই-২০২১ সালের মধ্যে বাংলাদেশ হবে ক্ষুধা, দারিদ্রমুক্ত বাংলাদেশ। আমরা সেই বাংলাদেশ গড়তে চাই। তাই সরকারের ধারাবাহিকতা থাকা দরকার।’

তিনি আরও বলেন, ‘যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। যারা জাতির পিতার খুনিদের পুরস্কৃত করে বিভিন্ন দূতাবাসে চাকরি দেয়। ভোট চুরি করে পার্লামেন্টে বসায়। যারা যুদ্ধাপরাধীদের হাতে যারা আমার লাখো শহীদের রক্তে রঞ্জিত জাতীয় পতাকা তুলে দেয়। তারা এই দেশের উন্নয়নে বিশ্বাস করে না। তারা উন্নয়ন অতীতেও করেনি, ভবিষ্যতে করবে না। তাই আপনাদের কাছে আমার আহ্বান, নৌকা মার্কা আপনাদের মার্কা। এ নৌকা মার্কা সব সময় মানুষকে উদ্ধার করে। নূহ নবীর নৌকা মানবজাতি এবং পশুপাখি সকলকে রক্ষা করেছিল। এই নৌকায় ভোট দিয়ে আপনারা স্বাধীনতা পেয়েছেন। তাই আগামীতে যে নির্বাচন হবে। সেই নির্বাচনে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে আমরা যেন উন্নয়ন করতে পারি। তাই আপনাদের কাছে নৌকা মার্কায় ভোট চাই। আপনারা ভোট দেবেন কি না দুই হাত তুলে ওয়াদা করেন।’

এরপর চাঁদপুরে একটি মেডিকেল কলেজস্থাপনসহ হাইমচরে বিশেষ ইকোনমিক জোন বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদের সভাপতিত্বে জনসভায় কেন্দ্রীয় নেতাদের মধ্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেও, সভাপতিমণ্ডলির সদস্য ড. আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরসহ স্থানীয় নেতা ও এমপিরা বক্তব্য রাখেন। সভা পরিচালনা করে জেলা সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী।

সারাবাংলা/এনআর/একে

 আরও পড়ুন

চাঁদপুরে ৪৭ প্রকল্পের উদ্বোধন-ভিত্তিপ্রস্তর
আজকের স্কাউটস আগামী দিনের কর্ণধার : প্রধানমন্ত্রী

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন