বিজ্ঞাপন

নারিন-হোল্ডারকে ছাড়াই ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ দল

September 10, 2021 | 10:54 am

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। আর সেখানেই গোটা ক্রিকেট বিশ্বকেই চমকে দিয়েছে তারা। দুই অভিজ্ঞ ক্যারিবীয় অলরাউন্ডার জেসন হোল্ডারের জায়গা হয়নি মূল দলে আর সুনীল নারিনের জায়গায় হয়নি রিভার্জ খেলোয়াড় হিসেবেও। চমক অবশ্য আছে আরেকটি, ছয় বছর পর ওয়েস্ট ইন্ডিজ দলে ফিরেছেন রবি রামপাল।

বিজ্ঞাপন

টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্যারিবিয়ান দলকে নেতৃত্ব দিবেন কাইরন পোলার্ড; তার সহকারী হিসেবে থাকবেন নিকোলাস পুরান। ২০১৩ সালের চ্যাম্পিয়নস ট্রফির পর এই প্রথম আইসিসি’র কোনো টুর্নামেন্টে খেলতে যাচ্ছেন পোলার্ড।

আগামী ২৩ অক্টোবর দুবাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে ওয়েস্ট ইন্ডিজ। এক নম্বর গ্রুপে গতবারের চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও বাছাই পর্ব খেলে আসা দুটি দল।

বিশ্বকাপের ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দল: কাইরন পোলার্ড (অধিনায়ক), নিকোলাস পুরান, ফাবিয়ান অ্যালেন, ডোয়াইন ব্রাভো, রোস্টন চেইস, আন্দ্রে ফ্লেচার, ক্রিস গেইল, শিমরন হেটমায়ার, এভিন লুইস, ওবেড ম্যাককয়, রবি রামপল, আন্দ্রে রাসেল, লেন্ডল সিমন্স, ওশেন টমাস, হেইডেন ওয়ালশ জুনিয়র।

বিজ্ঞাপন

রিজার্ভ: ড্যারেন ব্রাভো, শেলডন কটরেল, আকিল হোসেইন, জেসন হোল্ডার।

সারাবাংলা/এসএস

Tags: , , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন