বিজ্ঞাপন

স্পট মার্কেটে ৫০ কোম্পানির ৩৩ কোটি টাকার শেয়ার লেনদেন

September 21, 2021 | 7:07 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৫০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এসব কোম্পানির মোট ৫১ লাখ ৩২ হাজার ৩৬১টি শেয়ার লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব কোম্পানির শেয়ারের আর্থিক মূল্য ৩২ কোটি ৫৫ লাখ টাকা। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) ডিএসই সূত্রে বিষয়টি নিশ্চিত এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

ডিএসই সূত্র জানায়, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে সিঙ্গার বিডি লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ৬ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। এরপর বেক্সিমকো ফার্মা লিমিটেডের ৪ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। স্যালভো কেমিক্যাল ২ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- একমি ল্যাবরেটরিজ,অ্যাক্টিভ ফাইন, আলিফ ইন্ডাস্ট্রিজ, আলিফ ম্যানুফ্যাকচারিং, আমান ফিড, আনোয়ার গ্যালভানাইজিং, অ্যাপেক্স ফুডস, অ্যাপেক্স স্পিনিং, বিডি থাই, বিকন ফার্মা, বেক্সিমকো, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, বারাকা পাওয়ার, ব্রাক ব্যাংক, বেক্সিমকো ফার্মা, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, ঢাকা ডাইং, ইস্টার্ন ইন্স্যুরেন্স, ইস্টার্ন হাউজিং, ফার কেমিক্যাল, ফাইন ফুডস, ফরচুন সুজ, জিবিবি পাওয়ার, জেনেক্স ইনফোসিস, জিএসপি ফিন্যান্স, আইডিএলসি ফিন্যান্স, আইপিডিসি, ইসলামিক ফিন্যান্স, জনতা ইন্স্যুরেন্স, কেয়া কসমেটিকস, কাট্টালি টেক্সটাইল, লংকাবাংলা ফিন্যান্স, লাফার্জহোলসিম, ম্যাকসন্স স্পিনিং, ন্যাশনাল ফিড, নিটল ইন্স্যুরেন্স, ওরিয়ন ফার্মা, প্রগতি ইন্স্যুরেন্স, প্রিমিয়ার সিমেন্ট, প্যারামাউন্ট টেক্সটাইল, রূপালী ইন্স্যুরেন্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, সাইফ পাওয়ারটেক, সায়হাম কটন, স্যালভো কেমিক্যাল, সী পার্ল বিচ, সোনালী লাইফ ইন্স্যুরেন্স ও স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেড।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/পিটিএম

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন