বিজ্ঞাপন

কেউ নেই বলে নাইমকে ডাকা: মুমিনুল

December 3, 2021 | 2:47 pm

স্পোর্টস করেসপন্ডেন্ট

হতশ্রী বিশ্বকাপের পর দেশে ফিরে পাকিস্তান সিরিজে এখন পর্যন্ত চার ম্যাচ খেলে চারটিতেই হেরেছে বাংলাদেশ। তিনটি টি-টোয়েন্টি, একটি টেস্ট। সিরিজের শেষ টেস্টের আগে দলে ডাকা হয় তরুণ টপ অর্ডার ব্যাটার নাইম শেখকে। মূলত রঙিন পোশাকের ক্রিকেটার হিসেবে পরিচিত নাইমকে হঠাৎ টেস্ট দলে ডাকা নিয়ে উঠছে বিভিন্ন প্রশ্ন। টেস্ট অধিনায়ক মুমিনুল হক সৌরভ বললেন, অন্য কেউ নেই বলেই মূলত ডাকা হয়েছে নাইমকে।

বিজ্ঞাপন

২০১৯ সালের নভেম্বরে অভিষেকের পর ২২ বছর বয়সী নাইম এখন পর্যন্ত ৩২টি টি-টোয়েন্টি খেললেও ওয়ানডে খেলেছেন মাত্র ২টি। টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে বারবার নাইমের রঙিন পোশাকের ক্রিকেটে ভালো সম্ভবনার কথা বলা হয়। তাছাড়া সাদা পোশাকে তার পারফরম্যান্সও যাচ্ছে-তা। ৬টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে রান করেছেন ১৮৩, গড় মাত্র ১৬.৬৩। এমন একজনকে হঠাৎ টেস্ট দলে কেন ডাকা হলো সেটা নিয়ে প্রশ্ন অনেকের।

আগামীকাল পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। আজ শুক্রবার (৩ ডিসেম্বর) ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে এসে নাইম প্রশ্নের মুখে পড়লেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক সৌরভ। তিনি বলেন, ‘দেখেন, সত্য কথা বলতে আমার আর ব্যাকাপ কোনো ওপেনার নেই। আমরা এমন একজন ওপেনারকে চেয়েছিলাম যে কিনা আন্তর্জাতিক ম্যাচ খেলার মধ্যে আছে।’

বিজ্ঞাপন

তাহলে কী ঘরোয়া ক্রিকেট খেলা ক্রিকেটারদের মূল্যয়ন করা হলো না? জাতীয় ক্রিকেট লিগ শেষ হলো কয়েকদিন আগে। বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার এবার রান পেয়েছেন। তাদের উপেক্ষা করে কেন নাইমকে ডাকা হলো তার ব্যাখ্যায় মুমিনুল বলেন, ‘আপনি হঠাৎ করে ঘরোয়া ক্রিকেট খেলা একজন ক্রিকেটারকে নিয়ে আসবেন তাও আবার কঠিন প্রতিপক্ষের বিপক্ষে, এটা তার জন্য কঠিন হয়ে যায়। তাছাড়া সামনে নিউজিল্যান্ড সিরিজ আছে। সব মিলিয়ে এমন একজনকে ডাকা উচিত যে আন্তর্জাতিক ক্রিকেটের মধ্যে আছে।’

মুমিনুলের মতে, ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করা ক্রিকেটারদের এখন দলে ডাকলে সেটা সেই ক্রিকেটারদের জন্যই সমস্যা হবে! তিনি বলেন, ‘আসলে আপনার যখন ব্যাকআপ ওপেনার দরকার পড়বে তখন আপনি চাইবেন যে খেলার মধ্যে আছে সেই আসুক। কারণ খেলার মধ্যে থাকা, অনুশীলনের মধ্যে থাকা একটা অন্য রকম বিষয়। ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করেন তাদের অবশ্যই বিবেচনায় আনা হয়। তবে এখন ডাকা হলে তাদের জন্যই কঠিন হবে। আমার মনে হয় যারা খেলার মধ্যে (আন্তর্জাতিক ক্রিকেট) আছে তাদের নেওয়াই ভালো।’

সবকিছু ঠিক থাকলে আগামীকাল সকাল ১০টায় শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন