বিজ্ঞাপন

হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি আহত

January 24, 2022 | 12:17 pm

আন্তর্জাতিক ডেস্ক

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রে এক বাংলাদেশিসহ দুইজন আহত হওয়ার খবর এসেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে। সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জাযান অঞ্চলের আহাদ আল-মাসারিহাহ শিল্প এলাকায় ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে।

বিজ্ঞাপন

রোববার (২৩ জানুয়ারি) ওই হামলা চলে বলে জানিয়েছে ইয়েমেনে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোট।

স্থানীয় সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় একজন বাংলাদেশি ও একজন সুদানি নাগরিক আহত হয়েছেন। ক্ষেপণাস্ত্রের আঘাতে কয়েকটি ওয়ার্কশপ ও বেসামরিক গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিজ্ঞাপন

তবে আহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস আহত ব্যক্তির পরিচয় জানতে তৎপর রয়েছে বলে জানিয়েছে কূটনৈতিক সূত্র।

এ নিয়ে আহাদ আল-মাসারিহাহ শিল্প এলাকায় হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় তৃতীয়বার অন্য দেশের নাগরিক আহত হলেন। ইয়েমেন থেকে পাঠানো দুটি ড্রোন ধ্বংস করার কথাও জানিয়েছে জোট বাহিনী।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, এই বাহিনী ২০১৫ সাল থেকে ইয়েমেনের হুতি গোষ্ঠীর সঙ্গে লড়াই করে আসছে। গত সোমবার জোট বাহিনীর আরেক সদস্য দেশ সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি শহরে নজিরবিহীন এক হামলা চালায় হুতিরা। তাতে প্রবাসী দুই ভারতীয় এবং এক পাকিস্তানি নাগরিক নিহত হন।

সারাবাংলা/একেএম

বিজ্ঞাপন

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
‘শিক্ষা ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবিস্মরণীয় এক নাম’‘দুর্নীতি শুধু বাংলাদেশের নয়, যুক্তরাষ্ট্রসহ বিশ্বজুড়েই সমস্যা’স্মারক স্বর্ণমুদ্রার দাম বাড়ালো কেন্দ্রীয় ব্যাংকব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে উজবেকিস্তানে বিজনেস সামিট ২৬-২৭ মেআরও ৩৯ হাজার গৃহহীন ঘর পাচ্ছেন, চোখেমুখে ইদের আনন্দউইন্ড অব চেঞ্জ-এর নতুন গান ‘দুই কুলে সুলতান’বিমানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সাকিবচমেক হাসপাতালের বার্ন ইউনিটের প্রস্তাবিত জায়গা ‘দখলমুক্ত’সিরিজ ও সিনেমা মিলিয়ে ১২টি নতুন প্রযোজনা নিয়ে ফিল্ম সিন্ডিকেট৩ বছরে গৃহহীন-ভূমিহীনদের ১৩ লাখ ঘর উপহার প্রধানমন্ত্রীর সব খবর...
বিজ্ঞাপন