বিজ্ঞাপন

ডু প্লেসির ব্যাটে অষ্টম বিপিএলের তৃতীয় সেঞ্চুরি

February 12, 2022 | 7:43 pm

স্পোর্টস করেসপন্ডেন্ট

ইমরুল কায়েসের বদলে অষ্টম বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে আজ নেতৃত্ব দিতে নেমেছিলেন ফাফ ডু প্লেসি। দক্ষিণ আফ্রিকান তারকা খেললেনও নেতার মতোই। দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নিয়েছেন ডু প্লেসি। যাতে অষ্টম বিপিএলের ৩০তম ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে ১৮২ রানের বড় সংগ্রহ পেয়েছে কুমিল্লা।

বিজ্ঞাপন

কুমিল্লা ভিক্টোরিয়ন্স টেবিলের সেরা দুই দলের একটি হয়ে প্লে-অফ নিশ্চিত করেছে আগেই। ফলে আজ নিয়মিত একাদশের বেশ কয়েকজন ক্রিকেটারকে বিশ্রাম দিয়েছে দলটি। অধিনায়ক ইমরুল কায়েসের সঙ্গে বিশ্রাম দেওয়া হয় লিটন দাস, মোস্তাফিজুর রহমানদেরও। ডু-প্লেসির কাঁধে অধিনায়কত্ব উঠেছে সেই কারণেই। নেতা বনে যেতেই যেন জ্বলে উঠলেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই অধিনায়ক!

এর আগে কুমিল্লার হয়ে ৭ ইনিংস ব্যাটিং করে একটা মাত্র বড় ইনিংস খেলতে পেরেছিলেন ডু প্লেসি। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ৫৫ বলে করেছিলেন ৮৩, বলার মতো ইনিংস ছিল সেটিই। আজ সব ঝাঁল মেটাতে বুঝি পণ করেছিলেন! ২৩ রানে দল দুই উইকেট হারিয়ে ফেললে চারে নেমে শুরুতে রয়েসয়েই খেলেছেন। ভয়ঙ্কর হয়ে উঠেছেন সেট হওয়ার পর।

সেঞ্চুরি পূর্ণ হতেই ফিরে যাওয়া ডু প্লেসি ৫৪  বলে করেছেন ১০১ রান। তার ইনিংসে চার ১২টি, ছক্কা ৩টি। প্লে-অফের আগে ডু প্লেসির ফর্মে ফেরাটা কুমিল্লার জন্য নিশ্চয় বাড়তি তৃপ্তির।

বিজ্ঞাপন

আজকের সেঞ্চুরিতে চলতি বিপিএলে ডু-প্লেসির মোট রান হলো ২৪০। গড় ঠিক ৪০, আর স্ট্রাইকরেট ১৩৭.১৪।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে অনুষ্ঠিত ২০২২ বিপিএলের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিপিএলের খেলা। অনলাইনে র‍্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন