বিজ্ঞাপন

ভূমিকম্পে তুরস্ক-সিরিয়ায় মৃত্যু ছাড়াল ৪ হাজার ৩০০

February 7, 2023 | 11:30 am

আন্তর্জাতিক ডেস্ক

তুরস্ক ও সিরিয়া সীমান্তে আঘাত করা শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়েই চলছে। এখন পর্যন্ত দুই দেশে নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৪ হাজার ৩০০। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

বিজ্ঞাপন

শক্তিশালী ভূমিকম্পে আহত হয়েছেন আরও অসংখ্য মানুষ। বহু মানুষ এখনও নিখোঁজ। এসব মানুষের বেশির ভাগই ভূমিকম্পে ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপে চাপা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে।

ভূমিকম্পে হতাহতদের উদ্ধারে উদ্ধারকর্মীদের অভিযান চলছে। তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা এজেন্সি জানিয়েছে, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় এখন পর্যন্ত ২ হাজার ৯২১ জনের মৃত্যু হয়েছে। এতে আহতের সংখ্যা ১৫ হাজার ৮৩৪ জন ছাড়িয়েছে।

বিজ্ঞাপন

অন্যদিকে, সিরিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪০০ জনে।

তুরস্কের ভাইস প্রেসিডেন্ট ফুয়েত ওকেতো জানিয়েছেন, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন থেকে ৭ হাজার ৮৪০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এতে প্রায় ৪ হাজার ৭৪৮টি ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

আরও পড়ুন:
ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় প্রাণহানি বেড়ে ৬০০
তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি, নিহত শতাধিক
তুরস্ক-সিরিয়া যেন ধ্বংসস্তূপ, ভূমিকম্পে নিহত বেড়ে ১৪৭২
মৃত্যুপুরী তুরস্ক-সিরিয়া: ভূমিকম্পে প্রাণহীন ১৮০০, নিখোঁজ অনেকে

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন