বিজ্ঞাপন

সম্পর্ক যেমনই হোক, মাঠে প্রভাব পড়ে না— সাকিব প্রসঙ্গে তামিম

February 26, 2023 | 3:04 pm

স্পোর্টস ডেস্ক

সাকিব আল হাসান এবং তামিম ইকবালের বন্ধুত্বের কথা নতুন নয়। বয়সভিত্তিক দল থেকে একই সঙ্গে বাংলাদেশ জাতীয় দলে উঠে এসেছিলেন বাংলাদেশ ক্রিকেটের দুই জীবন্ত কিংবদন্তি। তবে সময়ের সঙ্গে তাদের বন্ধুত্বে ফাটল ধরেছে যা সাধারণের সামনে এসেছে বেশ আগেই। সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন এই ব্যাপার নিয়ে খোলামেলা কথা বলেছেন। আর সংবাদ সম্মেলনে এসে তা লুকানোর চেষ্টা করলেন না বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। তবে তিনি এও জানিয়ে দিলেন যে, মাঠের বাইরে সাকিবের সঙ্গে সম্পর্ক যেমনই হোক না কেন মাঠে তার কোনো প্রভাব তিনি পড়তে দেন না।

বিজ্ঞাপন

রোববার (২৬ ফেব্রুয়ারি) ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখে সংবাদ সম্মেলনে কথা বলেছেন অধিনায়ক তামিম ইকবাল। আর স্বাভাবিকভাবেই এই সম্মেলনে উঠে এসেছে তার ও সাকিব আল হাসানের মধ্যকার শীতল সম্পর্কের কথাও। সাংবাদিকদের সেসব প্রশ্নের জবাবও দিয়েছেন তামিম ইকবাল।

১৬ বছর আগেও গ্রুপিং দেখিনি, এখনও দেখি না: তামিম

তিনি বলেন, ‘আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো, সাকিব যখন বাংলাদেশ দলের জার্সি পরে, মাঠে যখন আমি নামি, আমি আমার সেরাটা দেই। সে তার সেরাটা দেয়। আমি যখন অধিনায়কত্ব করি, তখন যেকোনো পরামর্শ চাই, সে আমাকে পরামর্শ দেয়। আবার সে যখন অধিনায়কত্ব করে, তখন তার কোনো পরামর্শের প্রয়োজন হলে আমি সেটার জন্য প্রস্তুত থাকি। এর বাইরে কিছু নেই।’

সাকিব আল হাসানের সঙ্গে শীতল সম্পর্ক হলেও তারা দুইজন মিলে মাঠের লড়াইয়ে বাংলাদেশকে এনে দিয়েছেন অনেক জয়ের মুহূর্ত। গড়েছেন কত রেকর্ড। আর তাই তো তামিম বলছেন মাঠের ভেতরে তাদের পারফরম্যান্স ঠিক থাকলে মাঠের বাইরের সম্পর্ক কোনো ব্যাপার না।

বিজ্ঞাপন

এ ব্যাপারে তামিম বলেন, ‘আমার কাছে মনে হয়, এই জিনিসগুলো যদি ঠিক থাকে। আমি একটা সংস্করণের অধিনায়ক, যখনই আমার সহায়তার প্রয়াজন হয়, সাকিব করে। আমি আপনাকে এটা নিশ্চিত করছি, সে যখন অধিনায়কত্ব করে এবং আমি টেস্ট খেলি, কোনো পরামর্শের প্রয়োজন হলে আমিও সব সময় আছি। এটাই গুরুত্বপূর্ণ জিনিস। এর বাইরে কিছু নেই।’

দলের সবচেয়ে বড় দুই তারকার মধ্যে মনোমালিন্য ঠিক করার চেষ্টা করেছিলেন বিসিবি বস নাজমুল হাসান পাপন। তবে পাপন বলেন, এই দুইয়ের কাছ থেকে মেলেনি ইতবাচক সাড়া। কিন্তু তামিম ইকবালকে যখন প্রশ্ন করা হয় মাঠের বাইরে সাকিবের সঙ্গে তার সম্পর্কের উন্নতি করা সম্ভব কি না সে ব্যাপারে তামিম বলেন, ‘চাইলে সবই সম্ভব।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএস

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন