বিজ্ঞাপন

লিটনের জায়গায় ফের ব্যর্থ গুরবাজ, শচীনপুত্রের সাদামাটা অভিষেক

April 16, 2023 | 7:03 pm

স্পোর্টস করেসপন্ডেন্ট

আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের একাদশে সুযোগ মিলল না লিটন কুমার দাসের। আজ মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ওপেনিংয়ে আফগানিস্তানের রহমতউল্লাহ গুরবাজকেই খেলিয়েছে কলকাতা। গুরবাজ আগের দুই ম্যাচের মতো আজও অবশ্য ব্যর্থ হয়েছেন। এদিকে, মু্ম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আজ আইপিএলে অভিষেক হয়েছে শচীন টেন্ডুলকারের পুত্র অর্জুন টেন্ডুলকারের। অভিষেকটা অবশ্য রাঙাতে পারেননি শচীনপুত্র।

বিজ্ঞাপন

রোববার (১৬ এপ্রিল) মুম্বাইয়ের ওয়েংখেডে স্টেডিয়ামে আজ কলকাতা ও মুম্বাইয়ের মধ্যকার ম্যাচটা বিশেষ কিছু। ভারতের কন্যা সন্তানদের গুরুত্ব বুঝাতে আজকের ম্যাচে বিশেষ উদ্যোগ হাতে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। কদিন আগে মহিলা এইপিএলে শিরোপা জিতেছে মুম্বাই ইন্ডিয়ান্সের ফ্র্যাঞ্চাইজি। আজ মুম্বাইয়ের সেই নারী দলের জার্সি পরে নেমেছেন রোহিত শর্মারা।

আজ ১৯ হাজার কন্যা সন্তান মুম্বাইয়ের জার্সি গায়ে উপস্থিত হয়েছেন গ্যালারিতে। এমন ম্যাচে আগে ব্যাটিং করতে নেমে কলকাতাকে ভালো শুরু এনে দিতে পারেননি দুই ওপেনার রহমতউল্লাহ গুরবাজ ও নারায়ণ জগদীসান। ৫ বলে রানের খাতা খোলার আগেই ফিরেছেন জগদীসান। গুরবাজ ১২ বলে ৮ রান করে আউট হয়েছেন।

আগের দুই ম্যাচেও রান না পাওয়া গুরবাজকে বাসিয়ে কলকাতা আজ লিটন দাস বা জেসন রয়কে ওপেনিংয়ে পাঠাবে কিনা সেটা নিয়ে আলোচনা চলছিল। শেষ পর্যন্ত গুরবাজকেই একাদশে রেখেছে কলকাতা, তবে সেই আস্থার প্রতিদান দিতে পারেননি আফগান ওপেনার।

বিজ্ঞাপন

তবে কলকাতার দুই ওপেনার ব্যর্থ হলেও তিনে নামা ভেঙ্কটেশের আইয়ার দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন। যাতে ২০ ওভারে ১৮৫ রানের সংগ্রহ পেয়েছে কলকাতা। ভেঙ্কটেশের ৫১ বলে ৬টি চার ৯টি ছয়ে ১০৪ রানকরেন। আন্দ্রে রাসেল শেষ দিকে ১১ বলে ২১ রান করেছেন।

মুম্বাইয়ের হয়ে অর্জুন টেন্ডুলকার প্রথম ২ ওভারের স্পেলে ১৭ রান খরচ করে উইকেটশূন্য ছিলেন। তাকে পরে আর বোলিংই দেননি মুম্বাইয়ের ভারপ্রাপ্ত অধিনায়ক সূর্যকুমার যাদব।

ম্যাচে ৫ উইকেটের জয় পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। পরে জবাব দিতে নেমে ১৪ বল হাতে রেখেই পাঁচ উইকেটের জয় নিশ্চিত করেছে মুম্বাই। দলটির পক্ষে ২৫ বলে ৫৮ রান করেন ইশান কিষান। ২৫ বলে ৪৩ রান করেছেন সূর্যকুমার যাদব।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন