বিজ্ঞাপন

জয়ের দুর্দান্ত সেঞ্চুরি, রিশাদের ৪ উইকেট

September 18, 2023 | 8:50 pm

স্পোর্টস করেসপন্ডেন্ট

ফর্মে থাকা মাহমুদুল হাসান জয় ব্যাট হাতে দ্যুতি ছড়ালেন আরও একবার। এশিয়ান গেমস স্কোয়াড ও বাংলাদেশ টাইগার্সের মধ্যকার টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন জয়। ম্যাচে বল হাতে ঝলক দেখিয়েছেন আরেক তরুণ। দারুণ বোলিংয়ে ৪ উইকেট নিয়েছেন তরুণ স্পিনার রিশাদ হোসেন।

বিজ্ঞাপন

সামনেই এশিয়ান গেমস। টুর্নামেন্ট খেলতে যাওয়ার আগে এশিয়ান গেমস স্কোয়াডের সঙ্গে বাংলাদেশ টাইগার্সের কয়েকটা ম্যাচ আয়োজন করেছে বিসিবি। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে ম্যাচগুলো। আজ টি-টোয়েন্টি ম্যাচে জয়ের সেঞ্চুরিতে রীতিমতো দাপট দেখিয়েছে এশিয়ান গেমস স্কোয়াড।

আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৯৯ রানের বড় সংগ্রহ গড়ে এশিয়ান গেমস স্কোয়াড। শুরুটা অবশ্য ভালো হয়নি। শুরুতেই ওপেনার পারভেজ হোসেন ইমনকে হারিয়ে ফেলে এশিয়ান গেমস স্কোয়াড। এরপর অধিনায়ক সাইফ হাসান (১৪ বলে ২১), শাহাদাত হোসেন দিপু (১৭ বলে ২১) ও ইয়াসির আলী রাব্বিও (২ বলে ১) দ্রুত ফিরে যান।

তবে অপরপ্রান্তে ব্যাটিং দ্যুতি ছড়াচ্ছিলেন মাহমুদুল হাসান জয়। ইনিংসের শেষ ওভারে আউট হওয়ার আগে মাত্র ৭০ বলে ১১৯ রানের দুর্দান্ত একটা ইনিংস খেলেছেন। তার ৭০ বলের ইনিংসটিতে চারের মার ১২টি, ছক্কা ৬টি। বাউন্ডারি থেকেই এসেছে ৮৪ রান।

বিজ্ঞাপন

পরে জবাব দিতে নেমে বাংলাদেশ টাইগার্স গুটিয়ে গেছে ১৪৭ রানেই। দুই স্পিনার রিশাদ হোসেন ও রাকিবুল হোসেনের স্পিনের বিপক্ষে বাংলাদেশ টাইগার্সের কোনো ব্যাটার সেভাবে দাঁড়াতেই পারেনি। রান পাননি মুমিনুল হক, সাদমান ইসলাম অনিক, মাহিদুল ইসলাম অঙ্কন, রনি তালুকদাররা। ৫২ রানের বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে এশিয়ান গেমস স্কোয়াড।

রিশাদ হোসেন ২৮ রান খরচায় তুলে নিয়েছেন ৪টি উইকেট। দুটি করে উইকেট পেয়েছেন রাকিবুল ও জয়। এশিয়ান গেমস খেলতে ৩০ সেপ্টেম্বর দেশ ছাড়বে বাংলাদেশ দল।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন