বিজ্ঞাপন

চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ২ ডিগ্রি, অস্থির জনজীবন

April 25, 2024 | 10:15 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

চুয়াডাঙ্গা: দুই দিনের ব্যবধানে ফের তাপমাত্রা বেড়েছে চুয়াডাঙ্গায়। তীব্র তাপপ্রবাহে জনজীবন অস্থির হয়ে উঠেছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সন্ধ্যা ৬ টায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ২৯ শতাংশ।

বিজ্ঞাপন

চুয়াডাঙ্গার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ জামিনুর রহমান জানান, এর আগে বেলা ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ওই সময় বাতাসের আর্দ্রতা ছিল ১৪ শতাংশ। আর দুপুর ১২টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০ ডিগ্রি, তখন বাতাসের আর্দ্রতা ছিল ১৬ শতাংশ। আর সকাল ৯টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। তখন বাতাসের আর্দ্রতা ছিল ৪৪ শতাংশ। আর্দ্রতা বেশি অর্থাৎ বাতাসে জলীয় বাস্পের পরিমাণ বেড়ে যাওয়ায় গরমে অস্বস্তি লাগছে বেশি।

তিনি জানান, এপ্রিলের শুরু থেকে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ থাকলে সেটা গত কয়েকদিন একটানা তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহে রূপ নিয়েছে। এ কারণে আবহাওয়া অধিদফতর থেকে পরবর্তী ৭২ ঘণ্টা পর্যন্ত হিট এলার্ট জারি করা হয়েছে।

এদিকে, তীব্র রোদের কারণে শ্রমিক, দিনমজুর, রিকশা-ভ্যান চালকরা কাজ করতে না পেরে অনাহারে দিন পার করছেন। একটু প্রশান্তির খোঁজে গাছের ছায়া ও ঠান্ডা পরিবেশে স্বস্তি খুঁজছে স্বল্প আয়ের মানুষ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তা ঘাটে লোকজনের চলাচল সীমিত হয়ে আসছে। তবে অনেকেই জরুরি প্রয়োাজন ও জীবন-জীবিকার তাগিদে প্রচণ্ড তাপপ্রবাহ উপেক্ষা করে কাজে বের হচ্ছেন।

বিজ্ঞাপন

এর আগে, মঙ্গলবার দিবাগত রাত ১টা ২০ মিনিটে বজ্রবৃষ্টি শুরু হয়। প্রায় এক ঘণ্টা স্থায়ী হয় এ বৃষ্টি। এই এক ঘণ্টায় বৃষ্টি হয়েছে এক দশমিক ৬ মিলিমিটার। কিন্তু বৃষ্টির পর স্বস্তির পরিবর্তে ফের ৪২ ডিগ্রি সেলসিয়াস পার হয়েছে তাপমাত্রা। উল্লেখ্য, গত ২০ এপ্রিল জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

সারাবাংলা/পিটিএম

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন