বিজ্ঞাপন

আইনি প্রক্রিয়ায় দেয়া হবে খালেদার নোটিশের জবাব: আইনমন্ত্রী

December 21, 2017 | 7:12 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেয়া বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আইনী নোটিশ আইনীভাবেই মোকাবিলা করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স আয়োজিত ‘চাইল্ড পার্লামেন্ট অধিবেশন-২০১৭’ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, শিশুদেরকে সমতা এবং বৈষম্যহীন পরিবেশে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর নির্ভর করছে আমাদের সমৃদ্ধ ভবিষ্যত। তাই শিশু অধিকার আইন বাস্তবায়নে ও  শিশু অধিকার নিশ্চিত করার জন্য যা যা করা প্রয়োজন সরকার তার সবই করবে।

শিশু নির্যাতন করে কেউ পার পাবেনা বলেও এসময় হুশিয়ারি উচ্চারণ করেন আইনমন্ত্রী।

বিজ্ঞাপন

আনিসুল হক আরো বলেন, বাংলাদেশের মোট জনসংখ্যার ৩৯.৭ শতাংশই শিশু। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং আমাদের রূপকল্প ও কৌশলগত পরিকল্পনার লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে  এদেরকে আমাদের কর্মকান্ডের কেন্দ্রে রাখতে হবে। সে লক্ষ্যে সরকার সব শিশুর জন্য নিরাপদ আবাস, মানসম্মত স্বাস্থ্য সেবা ও  শিক্ষা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সারাবাংলা/এমএস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন