বিজ্ঞাপন

জাল ভোটের চেষ্টা, খুলনার ইকবাল নগর কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ

May 15, 2018 | 12:48 pm

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

বিজ্ঞাপন

খুলনা থেকে : খুলনার ইকবাল নগর সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে ভোট কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ ঘোষণা করা হয়েছে।

প্রিজাইডিং কর্মকর্তা খোরশেদ লুৎফর বলেন, ‘ওই কেন্দ্রে কয়েকজন যুবক ঢুকে তারা ব্যালট পেপারে সিল মারার চেষ্টা করেন। এর সত্যতা পাওয়ায় আপাতত ওই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।’

এই কেন্দ্রে মোট ভোটার ২১২৪ জন। মঙ্গলবার সকাল আটটায় সাতটি বুথে ভোটগ্রহণ শুরু হয়। দুপুরের দিকে কয়েকজন যুবক এসে জাল ভোট দেওয়ার চেষ্টা করে। সে সময়ে কেন্দ্রে বিএনপির মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের কোনো এজেন্টকে পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

লুৎফর রহমান বলেন, ‘উর্ধ্বতন কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশের অপেক্ষা করছি। এরপর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

খবর পেয়ে খুলনা সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. ইউনূস আলী দুপুর পৌনে ১২টার দিকে কেন্দ্রে আসেন। তিনি কেন্দ্র পরিদর্শন ছাড়াও সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ করছেন।

এদিকে ভোট দিতে না পেরে হাজারো ভোটার কেন্দ্রের বাইরে রয়েছেন। তারা সেখানে অপেক্ষা করছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমইউএস/একে

আরও পড়ুন

কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে: মঞ্জু
জনগণের রায় মেনে নেব: খালেক
উৎকণ্ঠায় শুরু খুলনার ভোট
শঙ্কায় মঞ্জু, সন্তুষ্ট খালেক

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন