বিজ্ঞাপন

দাবায় অপরাজিত চ্যাম্পিয়ন সাইফ

December 16, 2018 | 7:28 pm

।। স্পোর্টস করেসপন্ডেন্ট।।
ঢাকা: প্রিমিয়ার ডিভিশন দাবা লিগে একাদশ রাউন্ড শেষে চ্যাম্পিয়ন হয়েছে হ্যাভিয়েট সাইফ স্পোর্টিং ক্লাব। ১০ খেলায় পূর্ণ ২০ পয়েন্ট নিয়ে শিরোপা জয় করেছে তারা।

বিজ্ঞাপন

জাতীয় ক্রীড়া পরিষদের এনএসসি টাওয়ার অডিটোরিয়াম লাউঞ্জে আজ রবিবার (১৬ ডিসেম্বর) শেষ রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে এস, এ, গ্রুপ প্রিমিয়ার ডিভিশন দাবা লিগে এ অপরাজিত চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে সাইফ স্পোর্টিং ক্লাব।

শেষ রাউন্ডের খেলায় সাইফ স্পোর্টিং ক্লাব ৩-১ গেম পয়েন্টে বাংলাদেশ নৌবাহিনীকে পরাজিত করে। এটি প্রিমিয়ার ডিভিশন দাবা লিগে সাফ স্পোর্টিং ক্লাবের দ্বিতীয় বারের মতো শিরোপা জয়। ইতোপূর্বে ২০১৬ সনে সাফ স্পোর্টিং ক্লাব প্রিমিয়ার ডিভিশন দাবা লিগে চ্যাম্পিয়ন হয়েছিল।

সাইফ স্পোর্টিং ক্লাবের পক্ষে এবারের লিগের অংশ নেন বেলারুশের গ্র্যান্ড মাস্টার কোভালেভ ভাদিশ্লাভ, আজারবাইজানের গ্র্যান্ড মাস্টার এলতাজ সাফারলি, গ্র্যান্ড মাস্টার মোল্লা আব্দুল্লাহ আল রাকিব, গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান, গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব ও ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান।

বিজ্ঞাপন

বাংলাদেশ নৌবাহিনী দাবা দল ১০ খেলায় ১৫ পয়েন্ট নিয়ে রানার্স-আপ হয়েছে। বাংলাদেশ নৌবাহিনীর পক্ষে অংশগ্রহণ করেন ক্যান্ডিডেট মাস্টার এস এম স্মরণ, আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন, ফিদে মাস্টার সেখ নাসির আহমেদ, ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম, আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল ও ক্যান্ডিডেট মাস্টার মোঃ শরীফ হোসেন। গোল্ডেন স্পোর্টিং ক্লাব ১৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান লাভ করে। গোল্ডেন স্পোর্টিং ক্লাবের পক্ষে অংশ নেন মোহাম্মদ আমির আলী রানা, ভারতীয় আন্তর্জাতিক মাস্টার অর্ঘ্যদীপ দাস, ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ, তাহসিন তাজওয়ার জিয়া, ভারতীয় অরন্যক ঘোঘ ও মোঃ মাসুম রাহী।

১৩ পয়েন্ট নিয়ে শেখ রাসেল চেস ক্লাব চতুর্থ, ১২ পয়েন্ট নিয়ে ইসফট এরিনা চেস ক্লাব পঞ্চম, ১১ পয়েন্ট নিয়ে সোনারগাঁও চেস ক্লাব ষষ্ঠ, ৯ পয়েন্ট নিয়ে তিতাস সপ্তম, ৭ পয়েন্ট নিয়ে সোনালী ব্যাংক ক্রীড়া ও বিনোদন ক্লাব অষ্টম, ৬ পয়েন্ট নিয়ে একসেস চেস ক্লাব নবম, ৩ পয়েন্ট নিয়ে সুলতানা কামাল স্মৃতি পাঠাগার দশম হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্পোর্টস ক্লাব কোন ম্যাচ পয়েন্ট না পেয়ে একাদশ হয়।

খেলা শেষে বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ সভাপতি তরফদার মোঃ রুহুল আমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ সভাপতি কে এম শহিদউল্যা সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ সভাপতি ও ফিদের এশিয়ান জোন ৩.২ এর প্রেসিডেন্ট সৈয়দ শাহাব উদ্দিন শামীম ও আজারবাইজানের গ্র্যান্ড মাস্টার এলতাজ সাফারলি।

বিজ্ঞাপন

চ্যাম্পিয়ন সাইফ স্পোর্টিং ক্লাব এক লক্ষ টাকা অর্থ পুরস্কার, ট্রফি ও মেডেল, রানার্স-আপ বাংলাদেশ নৌবাহিনী ষাট হাজার টাকা, ট্রফি ও মেডলে এবং তৃতীয় গোল্ডেন স্পোর্টিং ক্লাব চল্লিশ হাজার টাকা, ট্রফি ও মেডেল লাভ করে। সোনালী ব্যাংকের পক্ষে অংশগ্রহণকারী ভারতের সাহু উৎকল রঞ্জন এ ইভেন্ট হতে ১০ খেলার একটি আন্তর্জাতিক মাস্টারের নর্ম অর্জন করেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্পোর্টস ক্লাব প্রথম বিভাগে নেমে গেছে। ১১ টি দল এবারের লিগে রাউন্ড বরিন লিগ পদ্ধতিতে অংশগ্রহণ করে। শেষ রাউন্ডে খেলায় গোল্ডেন স্পোর্টিং ক্লাব ৩.৫-০.৫ গেম পয়েন্টে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে, সোনালী ব্যাংক ৩-১ গেম পয়েন্টে সুলতানা কামাল স্মৃতি পাঠাগারকে পরাজিত করে। ইসফট এরিনা তিতাস ক্লাবের সাথে ২-২ গেম পয়েন্টে এবং সোনারগাঁও চেস ক্লাব ২-২ গেম পয়েন্টে এক্সেস চেস ক্লাবের সাথে ড্র করে।

সারাবাংলা/জেএইচ

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন