বিজ্ঞাপন

৪ দিনের রিমান্ডে সোহেল

September 25, 2018 | 7:24 pm

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: রাজধানীর রমনা থানায় দায়ের করা নাশকতার মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর বিএনপির (দক্ষিণ) সভাপতি হাবিব উন নবী খান সোহেলকে চারদিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আহসান হাবীব রিমান্ডের এ আদেশ দেন।

এদিন মামলাটির তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের দক্ষিণ রমনা জোনাল টিমের এসআই সাইফুল ইসলাম আসামিকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

বিজ্ঞাপন

আসামিপক্ষের আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ, মহিন উদ্দিন চৌধুরীসহ আরও অনেকেই  রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন।

অপরদিকে রমনা থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা মাহমুদুর রহমান জামিনের বিরোধিতা করেন।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি বকশীবাজারে বিশেষ জজ আদালতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় হাজিরার দিন ধার্য ছিল।

এদিন  বিএনপি নেতাকর্মীরা মিছিল বের করে রাস্তার চারপাশ বন্ধ করে স্লোগান দিতে থাকে। কর্তব্যরত পুলিশ সদস্যরা নিষেধ করলে বিএনপির নেতাকর্মীরা পুলিশের ওপর চড়াও হন। এ সময় পুলিশের গাড়িতেও ভাঙচুরের ঘটনা ঘটে।

পুলিশের গাড়িতে ভাঙচুর ও তাদের কর্তব্যে বাধা দেওয়ায় হাবিব উন নবী খানসহ বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়।

সারাবাংলা/এআই/একে

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন