বিজ্ঞাপন

কাবুলে আত্মঘাতী হামলায় নিহত ১৪

July 23, 2018 | 2:06 pm

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

বিজ্ঞাপন

আফগানিস্তানের কাবুলে হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে আত্মঘাতী বোমা হামলায় ১ পুলিশ অফিসারসহ ১৪ জন নিহত হয়েছেন। রোববার (২২ জুলাই) চালানো এই হামলায় আহত হয়েছেন আরও ৬০ জন। জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) হামলার দায়িত্ব স্বীকার করে নিয়েছে।

পুলিশ জানায়, হামলায় নির্বাসিত আফগান ভাইস প্রেসিডন্ট জেনারেল আব্দুল রশিদ দুস্তমকে টার্গেট করা হয়েছিল।

আব্দুল রশিদ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীতার জের ধরে গত বছর তুরস্কে পাড়ি জমান। রোববার তিনি দেশে ফেরার পথে তাকে লক্ষ্য করে এই হামলাটি চালানো হয়।

বিজ্ঞাপন

আইএস এর এই হামলা ছাড়াও চলতি বছর আফগানিস্তানে বিভিন্ন সহিংসতায় ১৭০০ বেসামরিক লোকের প্রাণহানি ঘটেছে বলে এক রিপোর্টে জানায় জাতিসংঘ। সহিংসতা প্রতিরোধে আফগান সরকার তালেবানকে রাজনৈতিক পরিচয় দেবার কথা ঘোষণা করে। যুক্তরাষ্ট্রের কূটনৈতিকরা তালেবানের সাথে আলোচনা করার চেষ্টা করে যাচ্ছে।

সারাবাংলা/এনএইচ

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন