বিজ্ঞাপন

৫৩ হাজার চালকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে পুলিশ

August 12, 2018 | 11:20 pm

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: ট্রাফিক সপ্তাহ-২০১৮ উপলক্ষে গত ৮ দিনে সারাদেশে ১ লাখ ৪৬ হাজার ৩৬৩টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে পুলিশ। সেই সঙ্গে ৫ কোটি ২৫ লাখ ৪১ হাজার ৩৪ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ ছাড়া ৫৩ হাজার ৭৫৯ জন চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও ৪ হাজার ১০৪টি যানবাহন আটক করে ডাম্পিংয়ে পাঠানো হয়েছে।

রোববার (১২ আগস্ট) রাত ৮ টায় পুলিশ সদর দফতরের মিডিয়া শাখার এআইজি সোহেল রানা সারাবাংলাকে এ সব তথ্য জানান।

তিনি বলেন, ট্রাফিক আইন অমান্য, যানবাহন নিবন্ধনের কাগজ না থাকা, মেয়াদউত্তীর্ণ কাগজপত্র, লাইসেন্স না থাকাসহ নানা অপরাধে তাদের বিরুদ্ধে এ মামলা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে রোববার (৫ আগস্ট) দুপুরে রাজধানীর গুলিস্থান জিরো পয়েন্টে ৭ দিনব্যাপী ট্রাফিক সপ্তাহের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

ট্রাফিক সপ্তাহ ১১ আগস্ট পর্যন্ত দেশব্যাপী চলার কথা থাকলেও সড়কে শৃঙ্খলা ফেরানো ও টেকসই করার লক্ষ্যে আরও তিন দিন বর্ধিত করার ঘোষণা দেন পুলিশের আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারি।

সারাবাংলা/এসএইচ/এমআই

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন