বিজ্ঞাপন

করোনার বিরুদ্ধে যুদ্ধ জয়ের রাস্তা দেখালেন মাশরাফি

March 26, 2020 | 10:57 am

স্পোর্টস ডেস্ক

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসে থেকে নিজেদের রক্ষা করতে মাঠে নেমেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। বুধবার (২৫ মার্চ) নিজেদের উদ্যোগেই জরুরি তহবিল গঠন করে নিজেদের বেতনের অর্ধেকটা দিয়েছেন। কেবল অর্থ সহয়তায় দিয়েই থেমে যাননি তারা। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিনিয়তই সচেতনতার নিয়ম জানিয়ে দিচ্ছেন তারা। বিভিন্ন ভিডিও বার্তা থেকে শুরু করে নানান ধরনের লেখা দিয়েও সাধারণ মানুষকে সচেতন করছেন তারা। মাশরাফি বিন মুর্ত্তজাও বুধবার রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সাধারণের জন্য করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ জয়ের রাস্তা দেখিয়েছেন একটি পোস্টের মাধ্যমে। ‌‌‌‌‘বুদ্ধিদীপ্ত’ সে পোস্টে তিনি আবারও মনে করিয়ে দেন শুধু ‘আমি’ এবং ‘আপনি’ এ যুদ্ধ জয় করতে পারি।

বিজ্ঞাপন

বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কত্ব ছেড়েছেন সদ্যই। আর ঠিক সে সময়কার এক ছবি ব্যবহার করে লিখেছেন ‘ভি_আর_এস’ আর ঠিক তার নিচে বড় অক্ষরে লেখা ‘অনলি আই অ্যান্ড ইউ ক্যান ব্রেক দ্য চেইন।’ আর ছবি ক্যাপশনে লিখেছেন, ‘রিমেম্বার, অনলি “আই” অ্যান্ড “ইউ” ক্যান উইন দ্য ব্যাটল’। বাংলায় যার অর্থ দাঁড়ায়, ‘মনে রাখবেন শুধু আপনি এবং আমি এ যুদ্ধ জয় করতে পারি।’

মাশরাফি নিজের ছবির ওপর ইংরেজিতে যে ‘ভি_আর_এস’ লিখছেন তার অর্থও রয়েছে। ইংরেজিতে ‘ভাইরাস’ শব্দের বানানে ভি-র পরে আই এবং আরের পর ইউ হয়। অর্থাৎ ‘ভাইরাস’ শব্দ থেকে ‘আই’ আর ‘ইউ’ নিয়ে নিচের কথাটা লিখেছেন মাশরাফি। যার বাংলা অর্থ, শুধু আপনি এবং আমি এই শিকল ভাঙতে পারি। কীভাবে? সে কথাও নিচে লিখে দিয়েছেন বাংলাদেশ ক্রিকেটের দিন বদলের এই অধিনায়ক, ‘ঘরে থাকুন, বেঁচে থাকুন।’

বিজ্ঞাপন

বুধবার (২৫ মার্চ) বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্যরা নিজেদের উদ্যোগে চলতি মাসের বেতনের অর্ধেকটা দিয়ে দিচ্ছেন করোনাভাইরাস মোকাবিলার তহবিলে। জাতীয় দলের সঙ্গে চুক্তিবদ্ধ ১৭ ক্রিকেটারে সঙ্গে চুক্তির বাইরেরও ১০ ক্রিকেটার যুক্ত হয়েছেন এই তহবিলের সঙ্গে। করোনাভাইরাসে এর মধ্যেই বাংলাদেশে ৫জন মৃত্যুবরণ করেছেন এবং আক্রান্ত হয়েছেন ৩৯ জন।

সারাবাংলা/এসএস

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন