বিজ্ঞাপন

‘যাই হোক না কেন, আমি পিএসজিতেই থাকছি’

July 22, 2020 | 1:42 am

স্পোর্টস ডেস্ক

ফ্রান্সের বিশ্বকাপজয়ী তরুণ তারকার প্রতি নজর রিয়াল মাদ্রিদের তা পেন্টাগণের বিশেষ কোনো গোপন তথ্য নয়। ফুটবলপ্রেমী থেকে শুরু করে যারা সাধারণ খবরও রাখেন তারাও জানেন কিলিয়ান এমবাপে এবং রিয়াল মাদ্রিদ যেন এক সুতোয় গাঁথা। একবার তো রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরিন্তিনো পেরেজ বলেই ফেলেছিলেন, ‘এমবাপের জন্মই হয়েছে রিয়ালে খেলার জন্য।’

বিজ্ঞাপন

এছাড়াও এমবাপেও রিয়াল মাদ্রিদের খেলার ইচ্ছা প্রকাশ করেছেন বেশ কয়েকবার। জিনেদিন জিদানের অধীনে খেলতে চান তিনি একথা সরাসরি সংবাদমাধ্যমের সম্মুখেই বলেছেন এমবাপে। আর এছাড়া বিভিন্ন সময় ফ্রান্সসহ বিশ্বের নানান সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে রিয়াল মাদ্রিদে খেলার জন্যই পিএসজির দেওয়া মোটা অংকের অর্থের প্রস্তাব ফিরিয়ে দিয়ে নতুন চুক্তিতে স্বাক্ষর করছেন না এমবাপে।

তবে সেই মহেন্দ্রক্ষণ আসছে কবে? রিয়াল মাদ্রিদ ভক্তরা ঠিক কবে নাগাদ রাজকীয় সাদা জার্সিতে দেখবেন এমবাপেকে? অন্ততপক্ষে ২০২০/২০২১ মৌসুম শেষের আগে তা আর সম্ভব হচ্ছে না বলে জানিয়ে দিলেন এমবাপে নিজেই। সম্প্রতি সেল্টিকের বিপক্ষে প্রীতি ম্যাচের পর নিজেই জানালেন এই কথা।

এমবাপে বলেন, ‘আমি এই ক্লাবে আছি, আমি এখানেই থাকবো সামনের বছরেও। আমি একটি নির্দিষ্টকাজের অংশ এখানে। আমি চতুর্থ বছরের মতো এখানেই থাকবো। সবাইকে জানাতে চাই, সমর্থকদের, ম্যানেজমেন্টকে যে আমি এখানে থাকবো। যাই হোক না কেন, আমি পিএসজিতেই থাকছি।’

বিজ্ঞাপন

এমবাপে আরও যোগ করেন, ‘আমি পিএসজিকে সাহায্য করতে চাই। আমি পিএসজির হয়ে আরো শিরোপা জিততে চাই।’

সারাবাংলা/এসএস

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন