বিজ্ঞাপন

তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল

December 17, 2020 | 3:32 pm

আন্তর্জাতিক ডেস্ক

প্রচণ্ড তুষারঝড়ে বিপর্যস্ত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে বেশ কয়েকটি অঙ্গরাজ্যের জনজীবন। খবর বিবিসি।

বিজ্ঞাপন

এদিকে নিউইয়র্ক সিটি, মেরিল্যান্ড, ভার্জিনিয়া, পশ্চিম ভার্জিনিয়া এবং পেনসিলভেইনিয়ার কয়েকটি অংশে পাঁচ কোটির বেশি মানুষ তুষারঝড়ের কবলে পড়েছে। রাস্তায় জমে গেছে বরফের স্তুপ, ব্যাহত হচ্ছে যান চলাচল।

আরও তুষারঝড়ের পূর্বাভাসে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করা হচ্ছে। তীব্র ঠান্ডায় প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

অন্যদিকে, বড়দিনের আগে এমন তুষারঝড়ে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। এ সময়ে সাধারণত কেনাকাটায় ব্যস্ত থাকে সবাই। তবে, তুষারঝড়ের কারণে তীব্র ঠাণ্ডায় প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ। অনেকে আগেই নিত্যপ্রয়োজনীয় কেনাকাটা সেরে ফেলেছেন কেউকেউ।

বিজ্ঞাপন

পূর্বাভাস বলছে – পূর্ব পেনসিলভেইনিয়া থেকে নিউইয়র্কের ক্যাটসিল পর্বতমালার প্রশস্ত অঞ্চলে দুই ফুট পর্যন্ত তুষারপাত হতে পারে।

সারাবাংলা/একেএম

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন