বিজ্ঞাপন

ফরাসি নাগরিকত্ব চান বরিসের বাবা

December 31, 2020 | 5:39 pm

আন্তর্জাতিক ডেস্ক

ছেলে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন, বাবা স্ট্যানলি জনসন চাইছেন ফ্রান্সের নাগরিকত্ব। খবর রয়টার্স।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) স্ট্যানলি নিজেই ফরাসি ভাষায় গণমাধ্যমকে জানিয়েছেন, ফ্রান্সে তার পরিবারের অধিকাংশ সদস্য থাকায়, তিনি ফ্রান্সের পাসপোর্ট পেতে ব্রেক্সিট পরবর্তী নিয়ম মেনে আবেদন করেছেন।

এর আগে, ইউরোপীয়ান পার্লামেন্টের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন স্ট্যানলি। এমনকি, ২০১৬ সালের গণভোটে তিনি যুক্তরাজ্যকে ইউরোপীয় ইউনিয়নে রাখার পক্ষে ভোট দিয়েছিলেন।

স্ট্যানলি জনসন বলেছেন, তিনি নিজেকে ইউরোপীয়ান ভাবতেই ভালোবাসেন। কিন্তু, এখন ব্রিটেনের অধিবাসীদের আর ইউরোপীয়ান বলা যাচ্ছে না। তাই, তিনি ফ্রান্সে বসবাসের সিদ্ধান্ত নিয়েছেন।

বিজ্ঞাপন

ওদিকে, স্ট্যানলি জনসনের ছেলে বরিস জনসনের চেষ্টায় ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক চুকিয়ে বেরিয়ে আসছে ব্রিটেন। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) মধ্যরাতের পর থেকে ব্রেক্সিট বাস্তবায়িত হবে।

সারাবাংলা/একেএম

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন