বিজ্ঞাপন

‘একাধিক ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকর ভারত বায়োটেকের ভ্যাকসিন’

April 21, 2021 | 3:23 pm

আন্তর্জাতিক ডেস্ক

নভেল করোনাভাইরাসের একাধিক ধরনের (ভ্যারিয়েন্ট) বিরুদ্ধে লড়াইয়ের ক্ষমতা রাখে ভারতীয় কোম্পানির তৈরি করোনাভাইরাস ভ্যাকসিন। করোনার ডাবল মিউটেন্ট স্ট্রেইনের বিরুদ্ধেও ভ্যাকসিনটি কার্যকর। ভারতের কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ-আইসিএমআর বুধবার (২১ এপ্রিল) এমনটা জানিয়েছে। খবর এনডিটিভির।

বিজ্ঞাপন

ভারত বায়োটেকের উদ্ভাবিত করোনাভাইরাসের ভ্যাকসিনের নাম কোভ্যাক্সিন। এ ভ্যাকসিনটি ভারতে জরুরি ব্যবহারের অনুমোদন পেয়েছে। এছাড়া আরও অন্তত ৬০টি দেশে কোভ্যাক্সিন অনুমোদনের অপেক্ষায় রয়েছে। ক্রমাগত বদলাতে থাকা করোনাভাইরাসের ধরনগুলোর বিরুদ্ধে আবিষ্কৃত ভ্যাকসিনগুলো লড়াই করতে সক্ষম কি-না এমন প্রশ্ন উঠেছে। এরইমধ্যে ইতিবাচক খবর জানালো ভারতের আইসিএমআর।

আইসিএমআর-এর টুইটারে এক বার্তায় বলা হয়, ‘গবেষণায় দেখা গেছে করোনাভাইরাসের (SARS-CoV-2) একাধিক ধরনের বিরুদ্ধে কার্যকর কোভ্যাক্সিন। এবং ডাবল স্ট্রেইন মিউটেন্টের বিরুদ্ধেও কাজ করে এটি’। উল্লেখ্য, এ পর্যন্ত দেশটির ১০টি রাজ্যে করোনার ডাবল মিউটেন্ট স্ট্রেইন শনাক্ত হয়েছ।

আইসিএমআর-এর মহামারি বিশেষজ্ঞ ডা. সমিরন পান্ডা বলেন, ‘এটি একটি ভালো খবর। আশার কথা হলো— করোনার দ্বিতীয় ঢেউয়ের মধ্যে এই খবরটি মানুষের মধ্যে উদ্বেগ কমাবে। কোভ্যাক্সিন করোনার ডাবল স্ট্রেইন ও একাধিক প্রজাতির বিরুদ্ধে কার্যকর বলে প্রমাণ পাওয়া গেছে’।

বিজ্ঞাপন

উল্লেখ্য করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত। দেশটিতে প্রতিদিন দুই লাখের বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন। বুধবার প্রকাশিত তথ্য থেকে গেছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে দুই হাজার ২৩ জনের মৃত্যু হয়েছে।

একইসঙ্গে করোনার ভ্যাকসিন প্রয়োগের কার্যক্রমও জোরদারভাবে এগিয়ে চলছে ভারতে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ২৯ লাখ ৯০ হাজার ১৯৭ জন ভ্যাকসিন গ্রহণ করেছেন। এতে করে মোট ১৩ কোটি ১ লাখ ১৯ হাজার ৩১০ নাগরিক করোনার ভ্যাকসিন নিয়েছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইই

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন