বিজ্ঞাপন

চলচ্চিত্র পরিচালনায় মিলন

August 2, 2021 | 8:58 pm

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট

অভিনেতা আনিসুর রহমান মিলনের আরেকটি পরিচয় রয়েছে তিনি একজন নাট্যনির্মাতা। ২০১৭ সাল থেকে নিয়মিত টিভি নাটক নির্মাণ করছেন। যদিও প্রথম নির্মাণ ছিলো ১৯৯৯ সালে। এবার তাকে দেখা যাবে চলচ্চিত্র পরিচালক হিসেবে। নাম ‘লাল বাকসো’।

বিজ্ঞাপন

মিলন বলেন, আমি তো আর পেশাদার নির্মাতা নই। যত নাটক বানিয়েছি সেগুলোতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছি। কিন্তু কাজটা ঠিকমতো করতে চেষ্টা করি।

লাল বাকসোর গল্প মিলনের নিজের। এর চিত্রনাট্য লিখেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী মাসুম রেজা। গল্প সম্পর্কে খুব একটা না বললেও শুধু বলেন, এই উপমহাদেশে যে ধরনের ছবি হয়, অনেকটা সেরকম একটা ছবি। ছবিটি দেখে মানুষ নড়েচড়ে বসবেন। তাদের মনে হবে, সিনেমায় এটাও হতে পারে।

ইতোমধ্যে গল্প লেখার কাজ শেষ হয়েছে। ছবিতে কে অভিনয় করবেন, কবে শুটিং তার কোনো কিছুই ঠিক হয়নি।

বিজ্ঞাপন

আনিসুর রহমান মিলন অভিনীত প্রথম ছবি ‘হাজার বছর ধরে’। ২০০৫ সালে মুক্তি পায় সুচন্দা পরিচালিত ছবিটি। এরপর নিয়মিত ছোট পর্দায় কাজ করলেও বড় পর্দায় তাঁকে দেখা যায় অনেক বছর পর, ২০১৩ সালে। ইফতেখার চৌধুরীর ‘দেহরক্ষী’ দিয়ে বাণিজ্যিক ছবিতে পা রাখেন মিলন।

সারাবাংলা/এজেডএস

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন