বিজ্ঞাপন

সিআরবি রক্ষায় চট্টগ্রামে সাংস্কৃতিক সমাবেশ

August 25, 2021 | 9:20 pm

সারাবাংলা ডেস্ক

চট্টগ্রাম ব্যুরো: হাসপাতাল প্রকল্প বাতিল করে চট্টগ্রামের প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত সিআরবি রক্ষার দাবিতে প্রগতিশীল গণসংগঠন সমূহের উদ্যোগে সাংস্কৃতিক সমাবেশ হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (২৫ আগস্ট) সন্ধ্যায় নগরীর সিআরবির সাত রাস্তার মোড়ে এ সমাবেশে ছাত্র, শিক্ষক-সংস্কৃতিকর্মী ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

সমাবেশে উদীচী চট্টগ্রামের সংগঠক জামাল উদ্দিন হায়দার বলেন, সিআরবি হচ্ছে চট্টগ্রামের ফুসফুস। এখানে হাসপাতাল করার যে প্রকল্প সরকার নিয়েছে, সেটা অপরিণামদর্শী এবং পরিবেশ-প্রকৃতি বিধ্বংসী প্রকল্প। সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের গবেষণায় দেখা গেছে সিআরবিতে ২২৪ প্রজাতির উদ্ভিদ আছে, যার মধ্যে অধিকাংশই ঔষধি এবং দেশিয় উদ্ভিদ। প্রাণ বৈচিত্র্যের চারণভূমি সিআরবিতে বাংলা নববর্ষ, পিঠা উৎসব, বসন্ত উৎসব, জব্বরের বলিখেলাসহ বছরজুড়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়। হাসপাতাল হলে প্রাণ-প্রকৃতি ধ্বংস তো হবেই, বাঙালির চিরায়ত সাংস্কৃতিক আয়োজনগুলোও বন্ধ হয়ে যাবে।

ট্রেড ইউনিয়ন কেন্দ্র, চট্টগ্রামের আইন সম্পাদক নুরুচ্ছাফা ভুঁইয়া বলেন, ঢাকায় বসে যারা চট্টগ্রামের সিআরবিতে হাসপাতাল করার পরিকল্পনা করেছেন এবং সেটা বাস্তবায়নের চেষ্টা করছেন, তাদের চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই- পারলে ঢাকা শহরে সিআরবির মতো একটা প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত অপরূপ সুন্দর জায়গা বানিয়ে দেখান। আপনারা এত বড় বড় পরিকল্পনাবিদ, প্রকৃতির দান ধ্বংস করতে আপনাদের বুক কাঁপে না। অথচ পৃথিবীর সভ্য রাষ্ট্রগুলো প্রকৃতিকে বাঁচিয়ে রাখে আর আপনারা ধ্বংস করেন। সিআরবিতে হাসপাতাল করার চেষ্টা হলে চট্টগ্রামবাসী সেটা প্রতিরোধ করবে।

বিজ্ঞাপন

উদীচী চট্টগ্রামের সংগঠক শীলা দাশগুপ্তের সভাপতিত্বে এবং জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ইমরান চৌধুরীর সঞ্চালনায় সাংস্কৃতিক সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা যুব ইউনিয়নের সভাপতি রিপায়ন বড়ুয়া ও সাধারণ সম্পাদক উজ্জ্বল শিকদার, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি এ্যানি সেন, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য রোজী সেন, শিক্ষক নেত্রী মৃণালিনী চক্রবর্তী।

উদীচী চট্টগ্রাম, সাংস্কৃতিক ইউনিয়ন, কলরব, রাগেশ্রীসহ বিভিন্ন সংগঠনের শিল্পীরা এতে গান-কবিতা পরিবেশন করেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/এএম

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন