বিজ্ঞাপন

বার্সেলোনাকে হারিয়ে লা লিগায় জয়ের ধারায় ফিরল মাদ্রিদ

October 24, 2021 | 10:46 pm

স্পোর্টস ডেস্ক

এবারের এল ক্লাসিকোর আগে রিয়াল-বার্সার দুই কোচের বক্তব্য নিয়ে বেশ আলোচনা হয়েছে। বার্সেলোনার কোচ রোনাল্ড কোম্যান বলেছিলেন, মাদ্রিদকে হারাতে ভয়ডরহীন ফুটবল খেলতে হবে, আর তার দল সেটি খেলতে পুরোপুরি প্রস্তুত। তবে মাদ্রিদের কোচ কার্লো আনচেলোত্তি বলেছিলেন, বড় দলের বিপক্ষে খেলার আগে কিছুটা ভয় থাকা ভালো। নাহলে আপনি বিড়াল ভেবে সিংহের খপ্পরে গিয়ে পড়বেন।

বিজ্ঞাপন

এল ক্লাসিকোতে বার্সেলোনার ঘরের মাঠে ২-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। লা লিগায় টানা দুই ম্যাচ পরে জয় পেল রিয়াল। দুই কোচের কথার প্রতিফলন ঘটেছে মাঠে। বলা চলে, ভয়ডরহীন ফুটবলই খেলেছে বার্সেলোনা, যেটা অবশ্য বরাবরই খেলে থাকে তারা। বিপরীতে মাদ্রিদ ছিল বেশ সাবধানী। সুযোগ সন্ধানীও বটে। কাউন্টার অ্যাটাক থেকে পাওয়া দুটি গোলই তা বলে দিচ্ছে।

মাঠে একাধিক রূপে সমানতালে খেলে যেতে পারদর্শী মাদ্রিদের নবাগত ডেভিড আলাবা। তবে দলে তার মূল কাজ রক্ষণভাগে। এদিন আক্রমণেও উঠে গেছেন বারবার। ফলও পেয়েছেন। মাদ্রিদের প্রথম গোলটি আসে আলাবার পা থেকে। ম্যাচের ৩২তম মিনিটে প্রতিআক্রমণ থেকে গোল করেন ডেভিড আলাবা। বাম পাশ থেকে অস্ট্রিয়ান ডিফেন্ডারের বুলেট গতির শট জালে জড়ায় বিনা বাধায়। ক্যাম্প ন্যুতে স্তব্ধতা নামিয়ে ১-০ তে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ।

প্রথমার্ধেই ম্যাচে ফেরার সুযোগ পায় বার্সেলোনা। তবে মেমফিস ডিপাইয়ের নেওয়া কর্নার থেকে জেরার্ড পিকের নেওয়া হেডটি অল্পের জন্য জাল খুঁজে পায়নি।

বিজ্ঞাপন

গত কয়েক বছর ধরে এল ক্লাসিকোতে সাধারণত বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকে বার্সেলোনা। তবে এবার প্রথমার্ধে বল পজেশনেও পিছিয়ে পড়ে তারা। ফলে দ্বিতীয়ার্ধে বল পায়ে রাখার ব্যাপারে মনযোগী হয়ে উঠে কোম্যানের শিষ্যরা। দ্বিতীয়ার্ধে স্কোরবোর্ডে সমতা আনার একাধিক সুযোগ সৃষ্টি করলেও কোনোটাই ফলপ্রসূ হয়নি। এ সময় মাদ্রিদও একাধিক সহজ সুযোগ নষ্ট করে। বার্সেলোনার ভঙ্গুর রক্ষণভাগ অনেকটাই স্পষ্ট হয়ে উঠে দ্বিতীয়ার্ধে।

ম্যাচের অতিরিক্ত সময়ে, অর্থাৎ ৯৩ মিনিটে আরেকটি প্রতি আক্রমণের শিকার হয় বার্সেলোনা। এ আক্রমণ থেকে গোল পান লুকাস ভাস্কেজ। ২-০ তে এগিয়ে থেকে যখন শেষ বাঁশির অপেক্ষায় সাদা জার্সিধারীরা, ঠিক তখন প্রথমবারের মতো জাল খুঁজে পায় বার্সেলোনা। তবে ততক্ষণে হয়ে গেছে অনেক দেরী। আবার খেলা শুরু হওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই বাঁশিতে ফুক দেন রেফারি। ম্যাচ শেষ হয় ২-১ ফলাফল নিয়ে।

এ ম্যাচের ফলাফলে লা লিগার পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে গেল রিয়াল মাদ্রিদ। লস ব্লাঙ্কোসরা ৯ ম্যাচ খেলে সংগ্রহ করেছে ২০ পয়েন্ট। সমান সংখ্যক ম্যাচ খেলে সমান ২০ পয়েন্ট সংগ্রহ করেছে সেভিয়াও। গোল ব্যবধানে এগিয়ে থাকায় পয়েন্ট টেবিলে ১ নম্বর স্থানটি পেয়েছে রিয়াল মাদ্রিদ।

বিজ্ঞাপন

এবারের মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে হেরে পয়েন্ট টেবিলে ৮ম স্থানে নেমে গেছে বার্সেলোনা। দলটি ৯ ম্যাচ খেলে সংগ্রহ করেছে ১৫ পয়েন্ট।

সারাবাংলা/আইই

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন