বিজ্ঞাপন

ফ্রি’তেই খেলবেন গম্ভীর

April 26, 2018 | 4:21 pm

সারাবাংলা ডেস্ক ।।

বিজ্ঞাপন

গত জানুয়ারির নিলামে রিটেইন খেলোয়াড় হিসেবে দিল্লি ডেয়ারডেভিলস রেখে দিয়েছিল ঋষভ পন্ত (১৫ কোটি), ক্রিস মরিস (১১ কোটি) আর শ্রেয়াস আইয়ারকে (৭ কোটি)। নিলামে কলকাতার সাবেক অধিনায়ক গৌতম গম্ভীরকে নিয়েছিল ২ কোটি ৮০ লাখ ভারতীয় রুপিতে। ঘরের ছেলেকে দলে ফিরিয়ে দিল্লি তার কাঁধেই দিয়েছিল অধিনায়কত্বের ভার।

৬ ম্যাচের ৫টিতেই হার, পয়েন্ট টেবিলের তলানিতে দিল্লি ডেয়ারডেভিলস। দলের সার্বিক ব্যর্থতার দায় মাথায় নিয়ে আইপিএলের চলতি আসরের মাঝেই অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ান গম্ভীর। নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব নিয়েছেন শ্রেয়ার্স আইয়ার ৷ অধিনায়কের ভার ছেড়ে দিলেও স্পেশালিস্ট ব্যাটসম্যান হিসেবে খেলবেন তিনি। তাতে দলের থেকে কোনো বেতনও নেবেন না বলে জানিয়েছেন। এর আগে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক ছিলেন গম্ভীর। অধিনায়ক হিসেবে দু’বার আইপিএল চ্যাম্পিয়ন করেছিলেন দলকে।

অভিজ্ঞ অধিনায়ক হলেও দিল্লির অধিনায়কত্বের চাপ নিতে পারছেন না বলে জানান গম্ভীর। সংবাদমাধ্যমে তিনি জানান, ‘হয়তো আমি খুব আগ্রাসী হয়েছিলাম যাতে সবকিছু বদলে দিতে পারি ৷ হয়তো সেটাই বুমেরাং হয়েছে ৷ এটাই হয়তো কারণ ৷ নেতা হিসেবে চাপ নিতে হয়, কিন্তু সেটাই নিতে পারছিলাম না। এটা আমার একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত। দলের জন্য যতটা করার প্রয়োজন ছিল আমি তা করতে পারিনি। আমি হয়তো যথেষ্ট ভালো নই, এটুকুই। আমার মনে হয়, এটাই সরে দাঁড়াবার উপযুক্ত সময়।’

বিজ্ঞাপন

গম্ভীরের সাংবাদ সম্মেলনে হাজির ছিলেন দিল্লি ডেয়ারডেভিলসের সিইও হেমন্ত দুয়া এবং দিল্লির নবনিযুক্ত অধিনায়ক শ্রেয়ার্স আইয়ার। ২০১০ সালে দিল্লি ডেয়ারডেভিলসের অধিনায়কত্ব করেছিলেন গম্ভীর। সেবার দল পাঁচ নম্বরে শেষ করেছিল। সাংবাদ সম্মেলনে গম্ভীর আরও জানান, ‘দল যেখানে দাঁড়িয়ে, তার সম্পূর্ণ দায় আমার। আর সেটা ভেবেই আমি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আইয়ার এবার দায়িত্ব নেবে। আমার মনে হয় আমাদের দল এই পরিস্থিতি থেকেও ছবিটা পাল্টে দিতে পারে।’

গম্ভীর অধিনায়কত্ব ছাড়লেও প্লেয়ার হিসেবে দলের সঙ্গে থাকবেন জানান তিনি। একই কথা জানিয়েছেন দিল্লির টিম ম্যানেজমেন্টের এক কর্মকর্তা। তিনি জানান, চলতি মৌসুমের বাকি সময়টায় ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে আর কোনো পারিশ্রমিক নেবেন না বাঁহাতি এই টপঅর্ডার ব্যাটসম্যান। অর্থাৎ আইপিএলের বাকি ম্যাচগুলো ফ্রি’তেই খেলবেন তিনি। তাতে আর্থিকভাবে ক্ষতিই হবে গম্ভীরের।

তিনি আরও জানান, ‘গৌতম সিদ্ধান্ত নিয়েছে, সেই ফ্র্যাঞ্চাইজি থেকে আর কোনো টাকা নেবে না। আইপিএলের বাকি ম্যাচগুলো সে ফ্রিতেই খেলে যাবে। সে এমন একজন খেলোয়াড়, যার কাছে আত্মসম্মানই সবার আগে। সে অনেক আগে থেকেই নিয়মিত পারফরমার। সে কোনো টাকা নিতে চায় না এবং এটি তার একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত। দল ভালো করতে না পারায় আত্মসম্মানের খাতিরেই সে এমন সিদ্ধান্ত নিয়েছে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন