বিজ্ঞাপন

হামলার শিকার হয়েও দমে যাননি সেই নারী সাংবাদিক

January 4, 2019 | 7:09 pm

।। রোকেয়া সরণি ডেস্ক।।

বিজ্ঞাপন

শবরীমালা মন্দিরের খবর সংগ্রহ করতে গিয়ে গত বুধবার (২ জানুয়ারি) হামলার শিকার হয়েছেন কাইরালি টেলিভিশনের ফটো সাংবাদিক শাজিলা আলি ফাতহিম। এরপরও ঘটনাস্থলের ছবি তুলেছেন তিনি। এই নারী সাংবাদিকের ছবি সম্প্রতি সামাজিক মাধ্যমগুলোতে ভাইরাল হয়েছে।

গত বুধবার দুই জন নারী বিন্দু আম্মিনি ও কনক দুর্গা শবরীমালা মন্দিরে প্রবেশ করেন। এতে সহিংসতা আরও বেড়ে যায়। সেদিন ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন শাজিলা আলি ফাতহিম। হামলার পরও তিনি নিজের দায়িত্ব পালন করেছেন।

সাংবাদিক শাজিলা আলী ফাতহিমের এই সাহসিকতার দিকটি বিভিন্ন মহলে প্রসংশিত হয় এবং তার ছবি সামাজিক মাধ্যমগুলোতে ভাইরাল হয়।

বিজ্ঞাপন

উল্লেখিত, কেরালার শবরীমালা মন্দিরে ১০ থেকে ৫০ বছর বয়স পর্যন্ত কোনো নারী ঢুকতে পারতেন না। এরপর গত বছর সেপ্টেম্বর মাসে ভারতের সুপ্রিম কোর্টের রায়ে একশ বছরের রীতি ভেঙে প্রথমবারের মতো মন্দিরটিতে প্রবেশাধিকার পান নারীরা। তবে রাজ্যচির হিন্দুত্ববাদী সংগঠনগুলো মন্দিরে নারী প্রবেশে বাধা দেয়। এর প্রতিবাদেই গত মঙ্গলবার (১ জানুয়ারি) থেকে রাস্তায় নেমে আসেন লক্ষাধিক নারী। তারা গড়ে তোলেন ৬২০ কিলোমিটারের দীর্ঘ নারী প্রাচীর।

সারাবাংলা/টিসি

বিজ্ঞাপন

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন