বিজ্ঞাপন

বামপন্থী ম্যানুয়েল লোপেজ অব্রেডর মেক্সিকোর নতুন প্রেসিডেন্ট

July 2, 2018 | 11:33 am

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

বিজ্ঞাপন

মেক্সিকোর সাধারণ নির্বাচনে বামপন্থী প্রেসিডেন্ট পদপ্রার্থী আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ অব্রেডর প্রাথমিকভাবে জয়লাভ করেছেন। ন্যাশনাল রিজেনারেশন মুভমেন্ট এর প্রার্থী অব্রেডর আনুমানিক শতকরা ৫৩ ভাগ ভোট পেয়েছেন বলে সিএনএন এর বরাতে জানানো হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ন্যাশনাল অ্যাকশন পার্টির (পিএএন) প্রার্থী রিকার্দো আনায়া পেয়েছেন শতকরা ২৮ ভাগ ভোট।

ক্ষমতাসীন দলের প্রার্থী হোসে আন্তোনিও মিদ লোপেজকে অভিনন্দন জানিয়ে, সহযোগিতা ও একসাথে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন। নীরবতা ভেঙ্গেছে প্রতিবেশী মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও। বিজয়ী লোপেজকে টুইটার বার্তায় অভিনন্দন জানিয়ে, দুই দেশের উন্নয়নে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

ম্যানুয়েল লোপেজ অব্রেডর এর আগে মেক্সিকো সিটির মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। নির্বাচনী প্রচারণায়, তিনি দেশ থেকে দুর্নীতি বিলোপ ও কর্মসংস্থান সৃষ্টির অঙ্গীকার করছেন।

বিজ্ঞাপন

রোবারের (১ জুলাই) সহিংস নির্বাচনে দেশটিতে ১৩০ জনের বেশি রাজনৈতিক নেতাকর্মীর মৃত্যুর খবর পাওয়া গেছে।

সারাবাংলা/এনএইচ

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন