বিজ্ঞাপন

১৬০০কোটি ডলারে ফ্লিপকার্টের ৭৭ শতাংশ শেয়ার কিনলো ওয়ালমার্ট

August 20, 2018 | 3:21 pm

।। শুভজিৎ পুততুন্ড, কলকাতা থেকে ।।

বিজ্ঞাপন

ভারতীয় ই-কমার্স জায়ান্ট ফ্লিপকার্টের ৭৭ শতাংশ শেয়ার কিনে নিয়েছে মার্কিন রিটেল সংস্থা ওয়ালমার্ট। দীর্ঘদিন ধরেই ফ্লিপকার্ট অধিগ্রহণ নিয়ে দুই সংস্থার আলোচনা চলছিল। চলতি বছরের মে মাস থেকে আংশিক অধিগ্রহণের যে প্রক্রিয়া শুরু হয়, এ শেয়ার কেনার মধ্য দিয়ে এবার তা সম্পূর্ণ হল।

ফ্লিপকার্টের বাকি শেয়ার থাকলো ফ্লিপকার্টের ভারতীয় প্রতিষ্ঠাতা বিন্নি বনসল, টেনসেন্ট, টাইগার গ্লোবাল ও মাইক্রোসফট কর্পসহ আরও কয়েকটি সংস্থার হাতে।

ওয়ালমার্ট প্রেসিডেন্ট এবং সিইও জুরিথ ম্যাকেনা জানান, ভারতীয় বাজারের ফ্লিপকার্ট এবং ওয়ালমার্ট দুই সংস্থাই তাদের আলাদা অস্তিত্ব রেখে ব্যাবস্যা করবে। যারা এখন ফ্লিপকার্ট পরিচালনা করছেন তারাই কাজ চালিয়ে যাবেন। বদলাবে না লোগোও। ফ্লিপকার্টের সাথে ১৬০০ কোটি ডলারের চুক্তি হয়ছে তাদের। এর মধ্যে ২০০ কোটি ডলার ব্যবসা বৃদ্ধির জন্য বিনিয়োগ করবে ওয়ালমার্ট।

বিজ্ঞাপন

এটাই এখনো পর্যন্ত ওয়ালমার্টের সব থেকে বড় অধিগ্রহণ। ম্যাকেনা বলেন, ‘আমাদের বিনিয়োগের ফলে ভারতীয়রা আরও ভালো গুণমানের জিনিস পাবেন। খরচও কম হবে।’

সারাবাংলা/এআই/এমও

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন