বিজ্ঞাপন

প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রুহুল আমিনের রিট

December 9, 2018 | 12:00 pm

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

বিজ্ঞাপন

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির অপসারণ হওয়া মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেছেন।

রোববার (৯ ডিসেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন তিনি।

আরও পড়ুন:রুহুল আমিন হাওলাদারের মনোনয়ন আপিলেও বাতিল, স্ত্রী বৈধ প্রার্থী

বিজ্ঞাপন

রিটে রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট দায়ের করেন। রিটের পক্ষে শুনানি করবেন সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ।

এদিকে ২ ডিসেম্বর যাচাই-বাছাইয়ে রুহুল আমিন হাওলাদারের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তারা। অভিযোগ ছিল খেলাপি ঋণ থাকার। নির্বাচন কমিশনে আপিল করেও পটুয়াখালী-১ আসন থেকে প্রার্থিতা ফিরে পাননি তিনি। তার মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত আপিলেও বহাল রয়েছে।

আরও পড়ুন:মহাসচিব পদ হারানোর ৫ দিন পর রুহুল আমিন এখন এরশাদের বিশেষ সহকারী

বিজ্ঞাপন

এর আগে, ২ ডিসেম্বর যাচাই-বাছাইয়ে রুহুল আমিন হাওলাদারের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। এর পরদিন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী মনোনয়নের আশ্বাস দিয়ে আর্থিক লেনদেনে জড়িয়ে পড়ার অভিযোগ ওঠায় মহাসচিব পদ থেকে এ বি এম রুহুল আমিন হাওলাদারকে সরিয়ে দেন পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

আরও পড়ুন: হাওলাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: রাঙ্গাঁ

মহাসচিব পদ থেকে সরিয়ে দেওয়ার পাঁচদিন পর রুহুল আমিনকে বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছেন জাপা চেয়ারম্যান।

সারাবাংলা/এজেডকে/এমএইচ/একে

বিজ্ঞাপন

আরও পড়ুন

জাপা মহাসচিব রুহুল আমিনকে দুদকে তলব

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন