বিজ্ঞাপন

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি মাহাথির

February 11, 2018 | 10:20 am

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী এবং আধুনিক মালয়েশিয়ার স্থপতি মাহাথির মোহাম্মদ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি আছে। শুক্রবার মধ্যরাতে তাকে কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইন্সটিটিউটে (এনএইচআই) ভর্তি করা হয়।

এনএইচআইয়ের বরাত দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, মাহাথিরের বুকে ইনফেকশন আছে। তাই তাকে কিছুদিন হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হবে। শুধু পরিবার ও কাছের মানুষদের তার সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয়েছে।

মাহাথিরের কন্যা মারিনা মাহাথির বাবার সঙ্গে তার একটি ছবি টুইটারে পোস্ট করে জানান, আজ সকালে বাবার সঙ্গে দেখা করে এলাম, বাবা সুস্থ আছে, তার শুধু একটু বিশ্রাম দরকার। ফিরে এসেই তিনি কিছু লোককে শায়েস্তা করবেন।

বিজ্ঞাপন

৯২ বছর বয়স্ক এই রাজনীতিবিদ বর্তমানে মালেয়শিয়ার প্রধান বিরোধী জোট ‘পাকাতান হারাপান’ এর চেয়ারম্যান। সম্প্রতিই তিনি বর্তমান সরকারের
কর্মকাণ্ডের সমালোচনা করে, আগামী নির্বাচনে বিরোধী জোটের পক্ষ থেকে প্রধানমন্ত্রী পদের জন্য লড়ার ঘোষণা দিয়েছেন।

এক সপ্তাহের মধ্যে এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।

সারাবাংলা/এমএ

বিজ্ঞাপন

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন