বিজ্ঞাপন

মাসের শেষ শুক্রবারে ‘ঊনপঞ্চাশ বাতাস’

February 14, 2020 | 12:39 pm

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট

পরিচালক মাসুদ হাসান উজ্জ্বলের দুই বছরের অপেক্ষার অবসান হতে চলেছে। তার প্রথম পরিচালনা ‘ঊনপঞ্চাশ বাতাস’ সেন্সর ছাড়পত্র পেয়েছে। একই সাথে তিনি ছবি মুক্তির তারিখ ঘোষণা দিয়েছেন। এ মাসের শেষ শুক্রবার অর্থাৎ আগামী ২৮ ফেব্রুয়ারি ছবিটি মুক্তি পাবে।

বিজ্ঞাপন

গত ১০ ফেব্রুয়ারি ‘ঊনপঞ্চাশ বাতাস’ সেন্সর বোর্ডের সদস্যরা দেখেন এবং ১৩ ফেব্রুয়ারি ছবিটি সেন্সর ছাড়পত্র পায়। ছবির মোট দৈর্ঘ্য ২ ঘণ্টা ৪৫ মিনিট।

‘ঊনপঞ্চাশ বাতাস’র প্রধান চরিত্রে অভিনয় করেছেন শার্লিন ফারজানা ও ইমতিয়াজ বর্ষণ। পরিচালনার পাশাপাশি ছবিটির কাহিনি, সংলাপ, চিত্রনাট্য, শিল্পনির্দেশনা ও সঙ্গীত পরিচালনা করেছেন মাসুদ হাসান উজ্জ্বল নিজে। আসিফ হানিফের প্রযোজনায় নির্মাণ করেছে রেড অক্টোবর। নির্বাহী প্রযোজক সৈয়দা শাওন।

মাসুদ হাসান উজ্জ্বল নাট্যকার ও পরিচালক হিসেবে সুপরিচিত। বানিয়েছেন ‘ছায়াফেরী’, ‘যে জীবন ফড়িংয়ের’, ‘থতমত এই শহরে’, ‘অর্থহীন মানিপ্ল্যান্ট’, ‘কাগজ কার্বনের সম্মোহন’, ‘কালো বরফ জমাট অন্ধকার’, ‘ধুলোর মানুষ মানুষের ঘ্রাণ’, ‘অক্ষয় কোম্পানির জুতা’, ‘ফসিলের কান্না’।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস/

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন