বিজ্ঞাপন

কসোভোর প্রেসিডেন্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ

June 24, 2020 | 10:41 pm

আন্তর্জাতিক ডেস্ক

কসোভোর প্রেসিডেন্ট হাশিম থাচি’র বিরুদ্ধে নেদারল্যান্ডসের দ্য হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে যুদ্ধাপরাধের অভিযোগ গঠন করা হয়েছে। খবর বিবিসি।

বিজ্ঞাপন

ওই অভিযোগে বলা হয়েছে, ১৯৮৯-৯৯ সাল পর্যন্ত সার্বিয়ার সঙ্গে চলমান কসোভোর স্বাধীনতা যুদ্ধে প্রেসিডেন্ট হাশিম থাচিসহ আরও নয়জন অন্তত ১০০ জনকে হত্যার সঙ্গে জড়িত ছিলেন।

এদিকে, কসোভোর সরকারি কর্তৃপক্ষের তরফ থেকে এই অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন হিসেবে উল্লেখ করে বিবৃতি দেওয়া হয়েছে।

অন্যদিকে, কসোভোর প্রেসিডেন্ট হাশিম থাচি এক জরুরি সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন বলে জানিয়েছে বিবিসি। সেখানে শনিবার (২৭ জুন) সার্বিয়ার নেতৃস্থানীয়দের সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন তিনি।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, সার্বিয়ার সঙ্গে চলা এক দশকের যুদ্ধ শেষে ২০০৮ সালে ন্যাটোর হস্তক্ষেপে স্বাধীনতা লাভ করে কসোভো। যদিও, সার্বিয়া এখনও কসোভোকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়নি।

এছাড়াও, ১০ হাজার প্রাণহানির বিনিময়ে স্বাধীন হওয়ার পর থেকেই কসোভোর নেতৃত্বে রয়েছেন হাশিম থাচি।

বিজ্ঞাপন

সারাবাংলা/একেএম

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন